Homeঅটোমোবাইলস্টাইলিশ লুকের ১২৫ সিসির সেরা বাইক CFMOTO 125NK

স্টাইলিশ লুকের ১২৫ সিসির সেরা বাইক CFMOTO 125NK

স্টাইলিশ লুকের ১২৫ সিসির সেরা বাইক cfmoto 125nk
CFMOTO 125NK। ছবি: KURE 35 茂原ベース এক্স প্রোফাইল

বর্তমান সময়ে এসে আপনি যদি একটি ১২৫ সিসি সেগমেন্টের বাইক কিনতে চান এবং সেই বাইকটি হবে স্টাইলিশ লুকের। তাহলে আপনি CFMOTO 125NK এই বাইকটি কিনতে পারেন। এই বাইকটি যদিও হায়ার সিসি না হয়ে থাকে। তারপরও এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি হায়ার cc বাইক এর মতন। ছবিতে আপনি এই বাইকটির লুক এবং ডিজাইন তো দেখতেই পাচ্ছেন।

CFMOTO 125NK বাইকটির ডিজাইন

CFMOTO 125NK বাইকটি হলো নতুনদের জন্য পারফেক্ট একটি বাইক কারণ এই বাইকটির কন্ট্রোল, ডিজাইন আর ফিচার সবকিছুই যে কোন বাইকারকে মুগ্ধ করতে বাধ্য। এই বাইকটি মূলত একটি নেকেট বাইক, তাই যারাই ১২৫ সিসির স্পোর্টি ও আধুনিক লুকের নেকেট বাইক খুঁজছেন, তারা একবার এই মডেলটি অবশ্যই দেখে নিতে পারেন। 

এর ডিজাইন ফোকাস করা হয়েছে নতুন প্রজন্মের কথা মাথায় রেখে বানানো – সামনে থেকে পিছন পর্যন্ত একদম প্রিমিয়াম দেখতে, সাথে পুরো বাইকে LED লাইটিং সিস্টেম যা বাইকটিকে আরও আকর্ষণীয় করে দিয়েছে। আর এই বাইকটির যে কালার অপশন Zephyr Blue আর Gem Black দুটোই খুবই স্টাইলিশ ও দাড়িয়ে দেখার মতো। রাস্তায় চলার সময় বাইকটি আলাদা করে নজর কাড়ে। এক কথায় বলতে গেলে, যারা এমন একটা বাইক খুঁজছেন যা দেখতে স্মার্ট, চালাতে আরামদায়ক এবং প্রতিদিনের ব্যবহারেও কাজের তাদের জন্য CFMOTO 125NK হতে পারে একদম প্রথম পছন্দ।

স্টাইলিশ লুকের ১২৫ সিসির সেরা বাইক cfmoto 125nk 2
CFMOTO 125NK। ছবি: KURE 35 茂原ベース এক্স প্রোফাইল

শক্তিশালী ইঞ্জিন এবং স্মার্ট কন্ট্রোল সিস্টেম

CFMOTO 125NK বাইকটির টেকনোলজিক্যাল ফিচারগুলো এক কথায় দুর্দান্ত। এই বাইকে রয়েছে 124.2cc DOHC সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা 14.4 হর্সপাওয়ার দেয় ১০,৫০০ rpm-এ আর টর্ক দেয় ১০.২ Nm, ৮,৫০০ rpm-এ। মানে আপনি যখন অ্যাক্সিলারেট করবেন তখন বুঝবেন আসল পারফরম্যান্স কাকে বলে! এর হালকা ওজন (মাত্র ১৪২ কেজি) এবং ৭৮০ মিমি সিট হাইটের কারণে বাইকটি খুব সহজেই কন্ট্রোল করা যায়। বিশেষ করে বিগেনার রাইডারদের জন্য এটি অনেক সুবিধাজনক।

স্টাইলিশ লুকের ১২৫ সিসির সেরা বাইক cfmoto 125nk 3
CFMOTO 125NK। ছবি: KURE 35 茂原ベース এক্স প্রোফাইল

CFMOTO 125NK: ব্রেকিং ও সাসপেনশন 

এই বাইকটির চেসিস এবং সাসপেনশন সিস্টেমও একেবারে আপ-টু-ডেট। টিউবুলার স্টিল ফ্রেমের সঙ্গে অ্যালুমিনিয়াম সুইংআর্ম ব্যবহার করা হয়েছে, যেটা বাইকটিকে করে মজবুত করেছে কিন্তু ওজনে হালকা যার কারণে ভর সামলানো সুবিধা। সামনে ইউপিসাইড-ডাউন ফর্ক আর পিছনে মনোশক সাসপেনশন, যাতে প্রিলোড অ্যাডজাস্টও করা যায়, মানে শহর হোক বা হাইওয়ে, আরামদায় থাকবে সবসময়।


আর ব্রেকিং সিস্টেমে রয়েছে সামনের দিকে ২৯২ মিমি ডিস্ক এবং পিছনে ২২০ মিমি ডিস্ক, সাথে ABS এবং ট্র্যাকশন কন্ট্রোল – যার ফলে বাইক চালানো যেমন নিরাপদ, তাই ঝুকির পরিমানও কম।

CFMOTO 125NK মাইলেজ

এই বাইকটিতে আপনি এক লিটারে ৪৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন। একটি নেকেড বাইক ৪৫ কিলোমিটার মাইলেজ তার মানে কিন্তু ভালোই বলা যায়। আপনি এই বাইকটির নিয়মিত ব্যবহারের জন্য অফিসের কাজে ব্যবসার কাজে অথবা টুরের জন্য ব্যবহার করতে পারেন। 

আরো পড়ুন: Honda CUV e 2025: দাম, মাইলেজ, ব্যাটারি, চার্জিং টাইম সবকিছু এক নজরে

CFMOTO 125NK বাংলাদেশে দাম কত?

এই বাইকটি বাংলাদেশে চলে এসেছে। কিন্তু এখনও সব জায়গায় পাওয়া যাবে না। তার জন্য আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে। বাইকটির অফিসিয়াল ভাবে বাংলাদেশে লঞ্চ হয়েছে। তাই আপনি একটু অপেক্ষা করলেই আপনার কাছের শহরে পেয়ে যাবেন। বর্তমানে বাইকটির দাম রয়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ টাকা। এই দাম পরিবর্তন হতে পারে। তার জন্য আপনাকে বর্তমান বাজার দর দেখতে হবে। এখন আমরা বিডি বাইক ওয়েবসাইট থেকে এই দামটি আপনাদের বলেছি। আপনি যখন বাইকটি ক্রয় করতে যাবেন তখন অবশ্যই তাদের ওয়েবসাইট থেকে  আর একবার দামটি জেনে নিবেন।

- Advertisement -
Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here