সৌদি আরবে আজকের সোনার দাম
আজ ২৯ অক্টোবর ২০২৫ রোজ বুধবার আপনি সৌদি আরব থেকে যে দামে স্বর্ণ ক্রয় করতে পারবেন তা জানতে পারবেন এই স্টার শান্ত ওয়েবসাইট থেকে সহজ হিসাবে। সৌদিসহ বিভিন্ন দেশের সোনার দাম প্রতিনিয়ত দাম বাড়ে ও কমে থাকে তাই আজ কত দাম রয়েছে অবশ্যই আপনার জানা দরকার তাহলে আপনার টাকায় কত টুকু সোনা পাবেন বা কতটুকু সোনা কত টাকা হতে পারে তার আইডিয়া পেয়ে যাবেন। সর্বশেষ দাম অনুযায়ী ২৪ ক্যারেট ১ ভরি সোনার দাম ৫,৬৯২ রিয়াল = ১,৮৪,৪২০ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম
| সোনার ওজন | সৌদি আরব দাম | বাংলাদেশের টাকায় | 
|---|---|---|
| ১ গ্রাম সোনা | ৪৮৮ রিয়াল | ১৫,৮১১ টাকা | 
| ১ ভরি সোনা | ৫,৬৯২ রিয়াল | ১,৮৪,৪২০ টাকা | 
২২ ক্যারেট সোনার দাম
| সোনার ওজন | সৌদি আরব দাম | বাংলাদেশের টাকায় | 
|---|---|---|
| ১ গ্রাম সোনা | ৪৪৯ রিয়াল | ১৪,৫৪৭ টাকা | 
| ১ ভরি সোনা | ৫,২৩৭ রিয়াল | ১,৬৯,৬৭৮ টাকা | 
১৮ ক্যারেট সোনার দাম
| সোনার ওজন | সৌদি আরব দাম | বাংলাদেশের টাকায় | 
|---|---|---|
| ১ গ্রাম সোনা | ৩৬৭ রিয়াল | ১১,৮৯০ টাকা | 
| ১ ভরি সোনা | ৪,২৮০ রিয়াল | ১,৩৮,৬৭২ টাকা | 
সৌদি আরবে এই ৩টি ক্যারেটের সোনা বেশি ক্রয় ও বিক্রয় করা হয়ে থাকে তবে সবাই ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনা পছন্দ করে থাকেন। কারন ২৪ ও ২২ ক্যারেটে সোনা বেশি থাকে এবং যে গহনা বা শখের জিনিস বানানো হয় তা দেখতে চকচক করে ও কালার ভালো দেখায়।
বর্তমান সৌদি থেকে বাংলাদেশের সোনার বাজারে দাম অনেক বেশি। তাই আমাদের বাংলাদেশের অধিকাংষ প্রবাসী সৌদি আরবে কর্ম করে থাকেন। তাই যারা সৌদি থেকে স্বর্ণ ক্রয় করবেন তাদের বিশেষ করে আগে থেকে দাম জেনে নেওয়া উচিত। আর আমরা বাজারের সর্বশেষ থাকা দাম হিসাব করে আপনাদের বোঝানোর জন্য ভরি হিসাব করে দেওয়া হয়েছে।
আমাদের দেশে সোনার ওজন রতি, আনা, ভরি হিসাব করলেও সৌদি কিন্তু শুধু গ্রাম ও কেজি হিসাবে বিক্রি হয়ে থাকে। তাই উপরে সোনার ক্যারেট অনুযায়ী গ্রাম এর দাম কত সাথে বোঝার জন্য ভরি হিসাব করে দেওয়া হয়েছে টেবিলে। এখন আপনি এই দাম থেকে নিজে অন্য দেশে কত টাকা সোনার দাম তার সাথে তুলনা করতে পারবেন।
সৌদি বাজার সহ বিশ্ববাজারে সোনার দাম কমে আবার বাড়ে তাই আমরা চেষ্টা করি শেষের সোনার দামের আপডেট জানানো।


 

