সৌদি আরব যেতে ইচ্ছুক যাত্রীদের জন্য দারুণ খবর দিয়েছে সৌদিয়ার জাতীয় বিমান সংস্থা সৌদিয়া। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে যারা ভ্রমণ করবেন, তাদের জন্য বিমান ভাড়ায় ঘোষণা করা হয়েছে বিশেষ ছাড়।
মাত্র ১৪ দিনের বুকিং সময়সীমা
এই অফার উপভোগ করতে হলে ১৭ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে টিকিট কিনতে হবে। নির্ধারিত এই সময়ের বাইরে বুকিং করলে আর সুবিধা পাওয়া যাবে না। তাই যাত্রীরা এখনই টিকিট কাটলে ভাড়ায় মিলবে ৫০ শতাংশেরও বেশি ছাড়।
বিজনেস ও গেস্ট ক্লাস উভয়ের জন্য সুযোগ
সৌদিয়া জানিয়েছে, ছাড়টি বিজনেস ক্লাস ও গেস্ট ক্লাস উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যদিও গেস্ট ক্লাসে সুবিধা কিছুটা কম, তবে ভাড়ায় বড় ছাড় থাকায় অনেকের জন্য এটি হবে সাশ্রয়ী ভ্রমণের সুবর্ণ সুযোগ।

সহজ ডিজিটাল বুকিং ব্যবস্থা
অফারটি কেবলমাত্র সৌদিয়ার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া যাবে। যাত্রীরা চাইলে সংস্থার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ কিংবা অফিসিয়াল বিক্রয় কেন্দ্র থেকে টিকিট কিনতে পারবেন।
ট্রানজিট যাত্রীদের জন্য অতিরিক্ত সুবিধা
যেসব যাত্রী ট্রানজিট ফ্লাইট বুকিং করবেন তারা পাবেন ডিজিটাল স্টপওভার ভিসা। টিকিটের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হওয়া এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে ৯৬ ঘণ্টারও বেশি সময় অবস্থান করতে পারবেন। এতে ভ্রমণকারীরা ওমরাহ আদায় করার পাশাপাশি দেশটির ঐতিহাসিক ও পর্যটন স্পটও ঘুরে দেখার সুযোগ পাবেন।
আরো পড়ুন:
নেছারাবাদে দুই জামায়াত নেতাকে রাজনীতি ছাড়ার আল্টিমেটাম
বিপিএলে ১ ম্যাচ হারলে ৪০০ কোটি টাকার প্রস্তাব, তদন্ত রিপোর্ট জমা দেবে বিসিবি কমিটি
বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক
বর্তমানে সৌদিয়া চারটি মহাদেশে ১০০টিরও বেশি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। তাদের আধুনিক বহরে রয়েছে ১৪৯টি বিমান, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের আস্থা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরিশেষে, সৌদিয়ার এই বিশেষ অফার বাংলাদেশসহ বিশ্বের অসংখ্য সৌদি গমনেচ্ছু যাত্রীর জন্য সাশ্রয়ী ও সুযোগপূর্ণ ভ্রমণের দ্বার খুলে দিল। যারা হজ, ওমরাহ কিংবা কর্মসূত্রে সৌদি যেতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক অনন্য সুযোগ।
ডিসক্লেমার: এই প্রতিবেদনটি বিভিন্ন অনলাইন সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যথাসম্ভব নির্ভুলতা বজায় রাখার চেষ্টা করা হলেও কোনো ধরনের পরিবর্তন বা হালনাগাদ হলে তা সংযুক্ত সংস্থার ঘোষণার ওপর নির্ভরশীল হবে।
সূত্র: জুম বাংলা