সেলফিন থেকে বিকাশ নগদে টাকা পাঠান – বিকাশ টু সেলফিন, নগদ টু সেলফিন
সেলফিন থেকে টাকা পাঠান বিকাশ, নগদে কোন খরচ ছাড়াই। এছাড়া অল্প খরচে বিকাশ ও নগদ থেকে সেলফিনে টাকা আনুন খুব সহজ উপায়। আজকের পোস্টে আপনারা জানতে পারবেন সেলফিন এর টাকা বিকাশ ও নগদ থেকে টাকা আদান-প্রদান সম্পর্কে।
এই পোষ্টের শিরোনামঃ
বিকাশ টু সেলফিন
বিকাশ থেকে টাকা পাঠানোর একটাই উপায় আছে। সেটা হল ইসলামী বাংক বাংলাদেশ লিমিটেড এর VISA কার্ড এর মাধ্যমে। আপনি যদি ইসলামী ব্যাংক থেকে সরাসরি একাউন্ট খুলে থাকেন তাহলে আপনাকে একটি ফ্রি VISA Card দেওয়া হবে। আর এই ভিসা কার্ড দিয়ে আপনি টাকা সরাসরি সেলফিনে এড করতে পারবেন। কারন সেলফিন এপসের মধ্যে আপনার ব্যাংক একাউন্ট সহ আপনার ভিসা এড করা থাকে।
বিকাশ থেকে সেলফিনে টাকা পাঠানোর নিয়ম
বিকাশ থেকে সেলফিনে টাকা পাঠাতে প্রথমে আপনার বিকাশ একাউন্ট ওপেন করুন। হোম পেজ থেকে “আরো দেখুন” বাটনে ক্লিক করুন। তারপর বিকাশ টু ব্যাংক ক্লিক করুন। পরের পেজ আসবে সেখানে “ভিসা ডেবিট কার্ড” অপসনে ক্লিক করুন।
এবার আপনার VISA কার্ড থেকে ১৬ সংখ্যার কার্ড নাম্বার লিখুন। তারপর “এগিয়ে যান” এ ক্লিক করুন।
এখন আপনি কত টাকা পাঠাবেন সেই এমাউন্ট লিখুন। টাকার এমাউন্ট লিখে ” → বাটনে ক্লিক করে পরবর্তীতে যান। এবং আপনার বিকাশ একাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে টাকা সেন্ড করুন।
টাকা সফলভাবে সেন্ডমানি করার পর ১০ মিনিট থেকে ২ ঘন্টা অপেক্ষা করলে আপনার সেলফিন ব্যাংক একাউন্টে এড হয়ে যাবে।
বিকাশ টু সেলফিন এর খরচ কত?
বিকাশ থেকে সেলফিনে টাকা পাঠানো খরব প্রতি ১ হাজারে ১২.৫০ টাকা খরচ হবে।
বিকাশ টু সেলফিনে মিনিমাম কত টাকা পাঠানো যায়
বিকাশ থেকে সেলফিনে মিনিমাম ৫০ টাকা পাঠাতে পারবেন। এবং ১ দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন।
সেরা ১০টি মোবাইল ব্যাংকিং কোড ও হেল্পলাইন নাম্বার ২০২৪
বিকাশ একাউন্ট কার NID দিয়ে খোলা চেক করুন ২ মিনিটে
নগদ টু সেলফিন
নগদ থেকে সেলফিনে টাকা পাঠাতে পারবেন VISA কার্ডের মাধ্যমে। প্রথমে আপনি নগদ একাউন্ট ওপেন করুন। হোম পেজ থেকে “ট্রান্সফার মানি” তে ক্লিক করে পরবর্তী পেজ থেকে “VISA DEBIT CARD” অপসনে ক্লিক করুন।
পরবর্তী পেজ আসবে সেখানে ২ মিনিটের মধ্যে আপনার ভিসা কার্ড এর ১৬ সংখ্যার নাম্বারটি লিখুন। তারপর “Proceed” ক্লিক করে পরবর্তী পেজে যান।
পরবর্তী পেজে কত টাকা সেলফিন একাউন্ট নিবেন সেই এমাউন্ট লিখে দিন। তারপর পরবর্তীতে ক্লিক করুন এবং আপনার নগদ পাসওয়ার্ড দিয়ে সেন্ড করে দিন।
টাকা সফলভাবে সেন্ডমানি করার পর ১০ মিনিট থেকে ২ ঘন্টা অপেক্ষা করলে আপনার সেলফিন ব্যাংক একাউন্টে এড হয়ে যাবে।
নগদ টু সেলফিন এর খরচ কত?
নগদ থেকে সেলফিনে টাকা পাঠানো খরচ প্রতি ১ হাজারে ১৫ টাকা।
নগদ টু সেলফিনে মিনিমাম কত টাকা পাঠানো যায়
নগদ থেকে সেলফিনে টাকা পাঠান মিনিমাম ৫০ টাকা এবং দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা।
Binimoy Account Create 2024 – বিনিময় একাউন্ট খোলার নিয়ম – বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার
গ্রামীণফোনে আড্ডা ক্যাফে আইডি খোলার নিয়ম ও ব্যাবহার – 2024
সেলফিন টু বিকাশ
সেলফিন থেকে বিকাশে টাকা পাঠানো নিয়ম
সেলফিন থেকে বিকাশে টাকা পাঠাতে প্রথমে Cellfin অ্যাপস ওপেন করুন। তারপর হোম পেজ থেকে “Fund Transfer” ক্লিক করুন। পরবর্তী পেজে নিয়ে যাবে এবং নিচে দেখুন বিকাশ আছে। বিকাশে ক্লিক করুন তাহলে পরের পেজ আসবে।
যে বিকাশ একাউন্টে টাকা পাঠাবেন সেই বিকাশ নাম্বার লিখে “Next” ক্লিক করুন।
- এবার আরেকটি পেজ আসবে সেখানে প্রথমে সিলেক্ট করুন কোথায় টাকা আছে – সেলফিন নাকি একাউন্টে। আর কার্ড ও এমক্যাশ বন্ধ এখনো চালু হয় নাই। তাই সেলফিন অথবা একাউন্ট সিলেক্ট করুন।
- যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বার ও যার নামে বিকাশ একাউন্ট তার নাম শো করবে।
- তার নিচে কত টাকা পাঠাবেন সেই এমাউন্ট লিখুন।
- এর নিচে একটি “Note” অপসন আছে সেখানে কিছু লিখে দিন যেকোন কিছু এটা কোন গুরুত্বপূর্ণ না। যেকোন একটা অক্ষর দিলে হবে।
- এবার আপনার সেলফিন একাউন্ট এর পিন নাম্বার দিয়ে “Submit” ক্লিক করুন।
পরবর্তী পেজ আসবে সেখানে সকল কিছু দেখাবে সঠিক থাকলে “কনফার্মে” ক্লিক করুন। টাকা চলে গেলে একটি Bank Transfer Successful আসবে। এটি ডাউনলোড ও করে রাখতে পারবেন।
সেলফিন টু নগদ
সেলফিন থেকে নগদে টাকা পাঠানো নিয়ম
সেলফিন থেকে নগদে টাকা পাঠাতে প্রথমে Cellfin অ্যাপস ওপেন করুন। তারপর হোম পেজ থেকে “Fund Transfer” ক্লিক করুন। পরবর্তী পেজে নিয়ে যাবে এবং নিচে দেখুন নগদে আছে। নগদে ক্লিক করুন তাহলে পরের পেজ আসবে।
যে নগদ একাউন্টে টাকা পাঠাবেন সেই নগদ নাম্বার লিখে “Next” ক্লিক করুন।
এবার আরেকটি পেজ আসবে সেখানে প্রথমে সিলেক্ট করুন কোথায় টাকা আছে – সেলফিন নাকি একাউন্টে। আর কার্ড ও এমক্যাশ বন্ধ এখনো চালু হয় নাই। তাই সেলফিন অথবা একাউন্ট সিলেক্ট করুন।
- যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বার ও যার নামে নগদ একাউন্ট তার নাম শো করবে।
- তার নিচে কত টাকা পাঠাবেন সেই এমাউন্ট লিখুন।
- এর নিচে একটি “Note” অপসন আছে সেখানে কিছু লিখে দিন যেকোন কিছু এটা কোন গুরুত্বপূর্ণ না। যেকোন একটা অক্ষর দিলে হবে।
- এবার আপনার সেলফিন একাউন্ট এর পিন নাম্বার দিয়ে “Submit” ক্লিক করুন।
পরবর্তী পেজ আসবে সেখানে সকল কিছু দেখাবে সঠিক থাকলে “কনফার্মে” ক্লিক করুন। টাকা চলে গেলে একটি Bank Transfer Successful আসবে। এটি ডাউনলোড ও করে রাখতে পারবেন।
শেষকথা
বর্তমান সেলফিন প্রচুর মানুষ ব্যবহার করতেছেন। তাই সেলফিন সম্পর্কে আরো কিছু জানাতে আমরা পরবর্তীতে আরো পোস্ট দিব তাই মিস না করতে চাইলে এখুনি আমাদের গুগল নিউজ ফলো করে রাখুন।