Friday, September 26, 2025
Homeসেপ্টেম্বরে গাড়ি কিনলে হুন্ডাই দিচ্ছে সর্বোচ্চ ৫.০৫ লাখ টাকা সুবিধা

সেপ্টেম্বরে গাড়ি কিনলে হুন্ডাই দিচ্ছে সর্বোচ্চ ৫.০৫ লাখ টাকা সুবিধা

গাড়ি কেনা মানেই পরিবারের স্বপ্নপূরণ। তবে দাম বাড়তে থাকায় অনেকেই দ্বিধায় থাকেন। সেই দ্বিধা কাটাতেই সেপ্টেম্বর ২০২৫-এ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ অফার—হুন্ডাই মোটরস। আসন্ন GST হ্রাসের আগে বিক্রির গতি ধরে রাখতে ব্র্যান্ডটি ঘোষণা করেছে বিশাল ছাড়, যেখানে সর্বোচ্চ সেভিংস পাওয়া যাবে ৫.০৫ লাখ টাকা পর্যন্ত।

ছোট গাড়িতে আকর্ষণীয় অফার

সেপ্টেম্বরে গাড়ি কিনলে হুন্ডাই দিচ্ছে সর্বোচ্চ ৫. ০৫ লাখ টাকা সুবিধা 2
হুন্ডাই গাড়ি। ছবি: সংগৃহীত

হুন্ডাইয়ের এন্ট্রি-লেভেল মডেল গ্র্যান্ড i10 নিওস পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৬০,০০০ টাকা সুবিধাসহ। এর মধ্যে রয়েছে সর্বোচ্চ ৩০,০০০ টাকা ক্যাশ ডিসকাউন্ট, ৫,০০০ টাকা কর্পোরেট ডিসকাউন্ট এবং ২৫,০০০–৩০,০০০ টাকা এক্সচেঞ্জ/স্ক্র্যাপেজ বোনাস।
একই প্ল্যাটফর্মের সেডান অরা-তে মিলছে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত অফার।

আরো পড়ুন: Tata Nexon EV এলো ADAS ও নতুন Dark Edition নিয়ে, দাম শুরু ১৭.২৯ লাখ থেকে

SUV মডেলগুলোর অফার

  • জনপ্রিয় মাইক্রো-SUV এক্সটার-এ গ্রাহকরা সেভ করতে পারবেন সর্বোচ্চ ৫০,০০০ টাকা।
  • প্রিমিয়াম হ্যাচব্যাক i20 ও এর N Line ভার্সনে মিলছে সর্বোচ্চ ৬০,০০০ টাকা ছাড়।
  • কমপ্যাক্ট SUV ভেন্যু-তে অফার সর্বোচ্চ ৭০,০০০ টাকা, যা এই সেগমেন্টে অন্যতম সেরা।
  • মিড-সাইজ সেডান ভার্না-তে রয়েছে সর্বোচ্চ ৬৫,০০০ টাকা ছাড়।
  • বেস্টসেলার ক্রেটা-তে অফার নেই, কেবলমাত্র ৫,০০০ টাকা স্ক্র্যাপেজ বোনাস দেওয়া হচ্ছে।
  • এর তিন-সারি SUV আলকাজার-এ সর্বোচ্চ ৬৫,০০০ টাকা সুবিধা পাওয়া যাবে।

প্রিমিয়াম ও ইলেকট্রিক মডেলে বিশাল ছাড়

  • টাকসন SUV পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ১ লাখ টাকা ছাড়ে।
  • আর ইলেকট্রিক ফ্ল্যাগশিপ Ioniq 5-এ দেওয়া হচ্ছে অবিশ্বাস্য ৫.০৫ লাখ টাকা ছাড়, যা এ মাসের সবচেয়ে বড় অফার।
সেপ্টেম্বরে গাড়ি কিনলে হুন্ডাই দিচ্ছে সর্বোচ্চ ৫. ০৫ লাখ টাকা সুবিধা 3
হুন্ডাই গাড়ি। ছবি: সংগৃহীত

আরো পড়ুন: Honda বাইক ও স্কুটারের দাম কমল GST 2.0-এর সুবিধায়

হুন্ডাই সেপ্টেম্বর ২০২৫ অফার টেবিল

মডেলসর্বোচ্চ ক্যাশ+কর্পোরেট ডিসকাউন্টএক্সচেঞ্জ/স্ক্র্যাপেজ বোনাসমোট সুবিধা (টাকা)
গ্র্যান্ড i10 নিওস৩০,০০০ + ৫,০০০২৫,০০০ / ৩০,০০০৬০,০০০
অরা৩০,০০০ + ৫,০০০১০,০০০ / ১৫,০০০৫০,০০০
এক্সটার২৫,০০০২৫,০০০ / ৩০,০০০৫০,০০০
i20 / i20 N Line২৫,০০০৩৫,০০০ / ৪০,০০০৬০,০০০
ভেন্যু৩৫,০০০৩০,০০০ / ৩৫,০০০৭০,০০০
ভার্না২০,০০০ + ১০,০০০৩০,০০০ / ৩৫,০০০৬৫,০০০
ক্রেটা– / ৫,০০০৫,০০০
আলকাজার২০,০০০৩০,০০০ / ৪৫,০০০৬৫,০০০
টাকসন৩৫,০০০৬০,০০০ / ৬৫,০০০১,০০,০০০
Ioniq 5৫,০০,০০০– / ৫,০০০৫,০৫,০০০
Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ