Wednesday, September 3, 2025
Homeসেপ্টেম্বরের আকাশে ব্লাড মুন গ্রহণ ও কর্ন মুনের বিরল দৃশ্য

সেপ্টেম্বরের আকাশে ব্লাড মুন গ্রহণ ও কর্ন মুনের বিরল দৃশ্য

২০২৫ সালের সেপ্টেম্বরে আকাশে দেখা যাবে বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য। আগামী ৭ সেপ্টেম্বর পূর্ণিমার চাঁদ বা ‘কর্ন মুন’ উদিত হবে আকাশে। একই দিনে পৃথিবীর অপর প্রান্তে ঘটবে পূর্ণ চন্দ্রগ্রহণ, যা ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। তবে এ গ্রহণ উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে দৃশ্যমান হবে না।

কর্ন মুন কবে দেখা যাবে

‘কর্ন মুন’ পূর্ণ হবে বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটে (২:১০ পিএম ইডিটি)। এদিন সন্ধ্যায় সূর্যাস্তের পর পূর্ণিমার চাঁদ উঠবে পূর্ব দিগন্তে। উত্তর আমেরিকায় স্থানীয় সময় সূর্যাস্তের পরপরই এ চাঁদ দেখা যাবে সবচেয়ে উজ্জ্বল রূপে।

সেপ্টেম্বরের পূর্ণিমাকে অনেক সময় ‘হারভেস্ট মুন’ বলা হলেও, এই উপাধি দেওয়া হয় শরৎকালীন বিষুবের (২২ সেপ্টেম্বর) সবচেয়ে কাছের পূর্ণিমাকে। সে অনুযায়ী ২০২৫ সালের ৭ অক্টোবরের পূর্ণিমা হবে প্রকৃত ‘হারভেস্ট মুন’।

এশিয়া-প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে পূর্ণ চন্দ্রগ্রহণ

৭-৮ সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণটি এশিয়া, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষ প্রত্যক্ষ করতে পারবেন। পূর্ণগ্রাস অবস্থায় চাঁদ প্রায় ৮২ মিনিট রক্তিম আভা ধারণ করবে। পুরো গ্রহণ প্রক্রিয়া—আংশিক, পূর্ণ ও পেনামব্রাল মিলিয়ে চলবে পাঁচ ঘণ্টা ২৭ মিনিট।

আরো পড়ুন:

বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি: ফোর্বসের সর্বশেষ তথ্য অনুযায়ী

টাইমঅ্যান্ডডেট ডটকমের তথ্য অনুযায়ী, প্রায় ৪৯০ কোটি মানুষ এ ঘটনাটি আংশিক বা সম্পূর্ণভাবে দেখতে পাবেন।

গ্রহণের পর আসছে সূর্যগ্রহণ

চন্দ্রগ্রহণের দুই সপ্তাহ পর, ২১ সেপ্টেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত হবে আংশিক সূর্যগ্রহণ। এটি নিউজিল্যান্ড, দক্ষিণ প্রশান্ত মহাসাগর ও অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে। সাধারণত চন্দ্রগ্রহণের আগে বা পরে জ্যোতির্বিজ্ঞানীরা সূর্যগ্রহণ প্রত্যাশা করেন, কারণ চাঁদের কক্ষপথ সূর্যের গতিপথের সঙ্গে মিলিত হয় প্রতি মাসেই।

কর্ন মুনের পেছনের নামকরণ

‘কর্ন মুন’ নামটি এসেছে উত্তর আমেরিকায় এ সময়ে ভুট্টা ও ফলমূল সংগ্রহ মৌসুম থেকে। অনেক সংস্কৃতিতে সেপ্টেম্বরের পূর্ণিমাকে ‘ফ্রুট মুন’ নামেও ডাকা হয়। বছরের ১২টি পূর্ণিমার মধ্যে এটি ৯ম। ২০২৫ সালে মোট ১২টি পূর্ণিমার মধ্যে তিনটি হবে সুপারমুন এবং দুটি ‘ব্লাড মুন’ গ্রহণ।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ