Wednesday, September 17, 2025
Homeসেনাবাহিনী ক্যাম্পের আপডেটেড মোবাইল নাম্বার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার

সেনাবাহিনী ক্যাম্পের আপডেটেড মোবাইল নাম্বার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার

সেনাবাহিনী ক্যাম্পের আপডেটেড মোবাইল নাম্বার

সেনাবাহিনী ক্যাম্পের আপডেটেড মোবাইল নাম্বার

বাংলাদেশ আর্মি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জনগণকে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনীর ক্যাম্পের সহযোগিতা প্রাপ্তির লক্ষ্যে তাদের কয়েকটি ক্যাম্পের যোগাযোগ মোবাইল নাম্বার আপডেট করেছেন। আপনারা এই ক্যাম্পাসের অধীনে যে সকল জনগণ রয়েছেন তারা যেকোনো সমস্যার জন্য এই ক্যাম্পগুলোতে যোগাযোগ করতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে শুধুমাত্র  ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে আপডেটেড নম্বরসমূহে যোগাযোগ করুন।

স্থানভিত্তিক সেনাবাহিনীর ক্যাম্পের আপডেট মোবাইল নাম্বার

  • শুধু মাত্র: গাজীপুর, কোনাবাড়ী, পূবাইল, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গি, কাপাসিয়া, কালিগঞ্জ, কাশিমপুর, শ্রীপুর, নারায়ণগঞ্জ, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও এবং গজারিয়া। এই ১৮টি অঞ্চলের মধ্য যদি আপনার কোন সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আর্মি ক্যাম্পে যোগাযোগ করতে পারেন নিচের তিনটির মধ্যে যেকোন নাম্বারে।
নংযোগাযোগ নাম্বার
1.01769-095198
2.01769-095250
3.01769-091020
  • শুধু মাত্র: ডেমরা, ওয়ারী, রমনা, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুর রেলওয়ে স্টেশন, শাহজাহানপুর, কোতোয়ালী, বংশাল, গেন্ডারিয়া, সূত্রাপুর, যাত্রাবাড়ী, শ্যামপুর এবং কদমতলী।
নংযোগাযোগ নাম্বার
1.01769-092428
2.01769-095198
3.01769-095250
4.01769-091020
  • শুধু মাত্র: সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, হেমায়েতপুর, বাইপাইল, দোহার, গাজীপুর, মৌচাক এবং মানিকগঞ্জ।
নংযোগাযোগ নাম্বার
1.01769-095209
2.01769-095198
3.01769-095250
4.01769-091020
  • শুধু মাত্র: ফরিদপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর।
নংযোগাযোগ নাম্বার
1.01769-093509
2.01769-095198
3.01769-095250
4.01769-091020
  • শুধু মাত্র: বিমানবন্দর, খিলক্ষেত, দক্ষিন খান, উত্তরখান, উত্তরা পূর্ব।
নংযোগাযোগ নাম্বার
1.01769-025766
2.01769-025769
3.01769-025865
4.01769-025767
  • শুধু মাত্র: মিরপুর মডেল থানা, মিরপুর-২, ৬, ৭, ১০, দুয়ারীপাড়া, রুপনগর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মনিপুর।
নংযোগাযোগ নাম্বার
1.01769-050710
2.01769-050693
3.01769-050695
4.01769-050696
  • শুধু মাত্র: উত্তরা তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানা।
নংযোগাযোগ নাম্বার
1.01769-082836
2.01318-371554
3.01318-371555
  • শুধু মাত্র: দারুসসালাম থানা এবং শাহআলী থানা।
নংযোগাযোগ নাম্বার
1.01769-033700
2.01769-033702
3.01769-033704
  • শুধু মাত্র: গুলশান, বনানী, ভাটারা এবং বাড্ডা থানা
নংযোগাযোগ নাম্বার
1.01769-050283
2.01769-011559
  • শুধু মাত্র: খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা
নংযোগাযোগ নাম্বার
1.01769-053144
  • শুধু মাত্র: রামপুরা, সবুজবাগ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা
নংযোগাযোগ নাম্বার
1.01769-053168
  • শুধু মাত্র: ক্যান্টনমেন্ট, কাফরুল, ভাসানটেক।
নংযোগাযোগ নাম্বার
1.01769-051825
2.01769-019073
3.01769-013236
  • শুধু মাত্র: হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান এবং নিউমার্কেট থানা।
নংযোগাযোগ নাম্বার
1.01897-914862
2.01897-914863
3.01897-914864
4.01897-914865
5.01769-051838
6.01769-051839
  • শুধু মাত্র: শের-ই-বাংলা নগর, আদাবর এবং মোহাম্মদপুর থানা।
নংযোগাযোগ নাম্বার
1.01815-795951
2.01769-059888
3.01769-051838
4.01769-051839
  • শুধু মাত্র: তেজগাঁও থানা।
নংযোগাযোগ নাম্বার
1.01769-019409
2.01769-019415
3.01769-051838
4.01769-051839
  • শুধু মাত্র: লালবাগ, চকবাজার এবং কামরাঙ্গীরচর থানা।
নংযোগাযোগ নাম্বার
1.01769-013439
2.01619-832069
3.01769-051838
4.01769-051839

উপরে দেওয়া হয়েছে ঢাকার মধ্যে এবং ঢাকার পার্শ্ববর্তী অঞ্চল গুলোর মধ্য সেনাবাহিনীর ক্যাম্পের মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার গুলো সেনাবাহিনীরা আপডেট করেছেন। এখন থেকে আপনারা এই নাম্বার গুলোর মাধ্যমে যোগাযোগ করে যেকোনো আইন শৃঙ্খলার সহযোগিতা নিতে পারবেন। আপনি আপনার অঞ্চল ভিত্তিক অনুযায়ী নাম্বারগুলো সংরক্ষণ করে রাখতে পারেন।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

400+ স্টাইলিশ ফেসবুক আইডির নাম ইংরেজিতে ২০২৫
SourceBD Army
Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ