Saturday, November 1, 2025
Homeসুপার লিগ বিতর্কে উয়েফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে রিয়াল মাদ্রিদ, দাবি ৬৩ হাজার...

সুপার লিগ বিতর্কে উয়েফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে রিয়াল মাদ্রিদ, দাবি ৬৩ হাজার কোটি টাকা

ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর উয়েফার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ মামলা করার প্রস্তুতি নিচ্ছে। স্পেনের মাদ্রিদ প্রাদেশিক আদালত উয়েফার আপিল খারিজ করে দেওয়ার পর ক্লাবটি ৪৫০ কোটি ইউরো বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় আদালতের রায় রিয়ালকে নতুনভাবে ক্ষতিপূরণ দাবি করার সুযোগ করে দিয়েছে বলে জানিয়েছে ক্লাবটি।

২০২৩ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের আদালত (সিজেইউ) রায় দিয়েছিল, ২০২১ সালে উয়েফা ও ফিফা যে নিয়ম ব্যবহার করে ইউরোপিয়ান সুপার লিগ ঠেকিয়েছিল, তা ইউরোপীয় প্রতিযোগিতা আইনের পরিপন্থী।
রিয়াল মাদ্রিদ সেই রায়কে তাদের জন্য ন্যায়বিচারের সূচনা বলে উল্লেখ করে। ক্লাবটির ভাষায়, এই রায় তাদের রিয়ালের পক্ষে অনুকূল এই রায়ের পর মাদ্রিদের প্রাদেশিক আদালত উয়েফা, স্প্যানিশ লিগ লা লিগা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিল খারিজ করে দেয়।
রায়ের পর এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, আদালতের এই সিদ্ধান্ত “২০২১ সালের বাতিল হওয়া সুপার লিগ প্রকল্পকে বৈধতা দেয় না”। সংস্থাটি আরও বলেছে, তাদের বর্তমান প্রতিযোগিতা অনুমোদন–নীতিতে এই রায়ের কোনো প্রভাব পড়বে না।

অন্যদিকে লা লিগা জানায়, আদালতের রায়কে তারা সম্মান জানালেও এর বাস্তব প্রভাব সীমিত। “এই রায় কোনো নির্দিষ্ট প্রতিযোগিতা কাঠামো অনুমোদন করে না,বলা হয় তাদের বিবৃতিতে।বৃহৎ আর্থিক ও ভাবমূর্তিগত ক্ষতির যথাযথ প্রতিকার পাওয়ার সুযোগ এনে দিয়েছে।

মাদ্রিদভিত্তিক স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ও সুপার লিগের আয়োজক সংস্থা এ২২ স্পোর্টস ম্যানেজমেন্ট ইতিমধ্যে ক্ষতিপূরণের মামলা প্রস্তুত করছে।
রিয়ালের দাবি অনুযায়ী, উয়েফার পদক্ষেপে তাদের আর্থিক ক্ষতি, সম্ভাব্য লাভ হারানো এবং ভাবমূর্তির ক্ষতি মিলিয়ে মোট ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়াতে পারে ৪,৫০০ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৬৩ হাজার কোটি টাকার বেশি।

আরো পড়ুন:বাংলাদেশের জার্সিতে আরও দুই প্রবাসী ফুটবলারের আগ্রহ

২০২১ সালের এপ্রিলে স্পেন, ইতালি ও ইংল্যান্ডের ১২টি ক্লাব নিয়ে শুরু হয়েছিল ইউরোপিয়ান সুপার লিগ। কিন্তু প্রচণ্ড সমালোচনার মুখে ৪৮ ঘণ্টার মধ্যেই ইংলিশ ক্লাবগুলো প্রকল্প থেকে সরে যায়। পরে ইতালিয়ান ও স্প্যানিশ ক্লাবগুলোও পিছু হটে।
তবে রিয়াল মাদ্রিদ ও আয়োজক সংস্থা এ২২ তখন থেকেই উয়েফার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে—যা এখন নতুন এক অধ্যায়ে পৌঁছেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ