পাকিস্তানের খেলা দেখা কঠিন: ওয়াসিম আকরাম
ধারাবাহিক হারের হতাশা
ভারতের বিপক্ষে টানা ব্যর্থতায় পাকিস্তানের ক্রিকেট এখন চাপে। চলমান এশিয়া কাপে গ্রুপপর্বে বড় হারের পর সুপার ফোরেও ভারতের সামনে দাঁড়াতেই পারল না সামলান আঘার দল। রোববার (২১ সেপ্টেম্বর) ৬ উইকেটে হেরে যায় পাকিস্তান। আর এমন পারফরম্যান্স দেখে ক্ষোভ প্রকাশ করলেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
ম্যাচ শেষে সরাসরি লাইভ কমেন্ট্রিতে আকরাম বলেন,
“আমি মন খুলে বলছি, পাকিস্তানের খেলা দেখা কঠিন হয়ে গেছে। আমি জানি ক্রিকেটে জয়-পরাজয় থাকবে। কিন্তু গত চার-পাঁচ বছর ধরে ভারত আমাদের প্রতিটি ক্ষেত্রে ছাপিয়ে যাচ্ছে। আমরা এক-দু’বার জিতেছি বটে, তবে ভারতের ধারাবাহিকতা, প্রতিভা আর গভীরতা সত্যিই অবিশ্বাস্য। প্রথম ১০ ওভারে ৯১ রান করার পরও যদি ২০০ না তুলতে পারি, তাহলে বলার কিছুই নেই।”
ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল ১৯তম ওভারে মোহাম্মদ নওয়াজের অদ্ভুত রান আউট। ধীরেসুস্থে ক্রিজে ফিরতে গিয়ে অসাবধানী ছিলেন নওয়াজ। সেই সুযোগে সরাসরি স্টাম্প ভেঙে দেন ভারতের সূর্যকুমার যাদব। এমন অবহেলাজনিত আউট দেখে বিস্মিত হন সাবেক পাকিস্তানি তারকারা। আকরামও কমেন্ট্রিতে রীতিমতো হতবাক হয়ে বলেন,
“অবিশ্বাস্য! আমি সত্যিই নির্বাক।”
আরো পড়ুন : ফখর জামানের আউট নিয়ে বিতর্ক: বল মাটি ছুঁয়েছিল বলে দাবি পাকিস্তান অধিনায়কের
পাকিস্তানের বিপক্ষে এটাই ভারতের টানা চতুর্থ টি-টোয়েন্টি জয়। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং প্রতিটি বিভাগেই ভারত এখন এগিয়ে, আর সেই ব্যবধানই স্পষ্ট হয়ে উঠছে ধারাবাহিক পারফরম্যান্সে। পাকিস্তানের কিংবদন্তি তারকাদের মতে, এই ব্যবধান ঘোচাতে বড় পরিবর্তন আনা জরুরি।
এই প্রতিবেদনটি বিভিন্ন অনলাইন সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে প্রকাশিত।