Tuesday, October 14, 2025
Homeসুনামগঞ্জে নারী হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে নারী হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের ধর্মপাশায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৮) হত্যার ঘটনায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ধর্মপাশা উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জের ধর্মপাশা ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন।
মানববন্ধনে পরিবারের দাবি: খুনিদের ফাঁসি দিতে হবে’


মানববন্ধনে নিহত শরীফার পরিবার, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তব্যে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
বক্তব্য দেন মোহনগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম, সাবেক কাউন্সিলর মানিক তালুকদার, নিহত শরীফার মা সাজিদা আক্তার, দেওথান জামে মসজিদের ইমাম মাওলানা হাবিব উল্লাহ, নারীনেত্রী জয়নাহার বেগম এবং মোহনগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার।

আরো পড়ুন:ঝালকাঠিতে পেনশন পেতে ঘুষ দিতে হয়েছে এক লাখ ৯০ হাজার টাকা


নিহত শরীফার ফুফাতো বোন ফরিদা আক্তার বলেন, “আমার মামাতো বোন শরীফা খুবই শান্ত স্বভাবের মেয়ে ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা চাই, সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হোক।”


প্রধান আসামি গ্রেপ্তার, অন্যদের ধরতে অভিযান
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, “ঘটনার পর থানায় হত্যা মামলা হয়েছে। মামলার প্রধান আসামি আক্তার হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।”


আদালত প্রাঙ্গণে নির্মম হত্যাকাণ্ড
গত ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই হত্যাকাণ্ড ঘটে। সেদিন শরীফা আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করেন তাঁর সাবেক স্বামী আক্তার হোসেন। ঘটনার ছয় মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ