Thursday, January 29, 2026
Homeসুজুকি বাংলাদেশে চালু হলো “মাই সুজুকি অ্যাপ”

সুজুকি বাংলাদেশে চালু হলো “মাই সুজুকি অ্যাপ”

বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য সুজুকি নিয়ে এলো নতুন ডিজিটাল সুবিধা। গ্রাহকদের অভিজ্ঞতা আরও সহজ ও আধুনিক করতে সুজুকি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চালু করেছে “মাই সুজুকি অ্যাপ”। এর মাধ্যমে বাইক সংক্রান্ত প্রায় সব তথ্য ও সেবা এখন এক ক্লিকেই পাওয়া যাবে।

মাই সুজুকি অ্যাপে মিলবে সব সেবা

এই অ্যাপের মাধ্যমে সুজুকি মোটরসাইকেলের মালিকরা সহজেই নিজেদের বাইকের বিস্তারিত তথ্য পেতে পারবেন। সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট বুকিং থেকে শুরু করে রাইড ট্র্যাকিং, সার্ভিস হিস্ট্রি দেখা এবং বাইকের তথ্য সংরক্ষণের মতো সুবিধা রয়েছে এখানে।

আগে যেখানে নতুন মডেল বা বাইকের স্টক জানতে শোরুমে যেতে হতো, এখন গ্রাহকরা সরাসরি “মাই সুজুকি অ্যাপ”-এ দেশের বিভিন্ন শোরুমে থাকা মোটরসাইকেলের প্রাপ্যতা দেখতে পারবেন। এছাড়াও সুজুকির নতুন আপডেট, খবর ও বিশেষ অফারও অ্যাপটির মাধ্যমে জানা যাবে।

আরো পড়ুন: মারুতি সুজুকির আগস্ট বিক্রয়: রপ্তানি বৃদ্ধি সত্ত্বেও দেশীয় বাজারে পতন

অ্যাপটির অন্যতম বড় সুবিধা হলো সার্ভিসিং ও সমস্যার সমাধান। নিকটস্থ ডিলার পয়েন্ট খুঁজে বের করা যাবে দ্রুত, সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বরও থাকবে হাতের নাগালে। ফলে গ্রাহকদের আর অতিরিক্ত ঝামেলায় পড়তে হবে না।

অ্যান্ড্রয়েড ও আইওএস— দুই ভার্সনেই চালু হয়েছে এই অ্যাপ। এর ফলে সুজুকি ব্যবহারকারীরা আরও সহজে সংযুক্ত থাকতে পারবেন ব্র্যান্ডটির সঙ্গে এবং উপভোগ করতে পারবেন সর্বাধুনিক ডিজিটাল অভিজ্ঞতা।

সুজুকি বাংলাদেশের নতুন উদ্যোগ “মাই সুজুকি অ্যাপ” নিঃসন্দেহে গ্রাহকসেবাকে আরও দ্রুত, সহজ এবং আধুনিক করবে। বাইকের সব প্রয়োজনীয় তথ্য ও সেবা এখন এক প্ল্যাটফর্মেই পাওয়া যাবে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ