সকালের শান্ত পরিবেশ হঠাৎই ভেঙে গেল সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের তৎপরতায়। এক টুকরো পলিথিন ব্যাগ যেন খুলে দিল এক অবিশ্বাস্য ঘটনা—তার ভেতর থেকে মিলল ৩০ হাজার মার্কিন ডলার। পাচারকারীর পালিয়ে যাওয়া আর সীমান্তে এমন বিপুল অঙ্কের টাকা উদ্ধারের খবর স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ ছড়িয়ে দিয়েছে।
সাতক্ষীরার কলারোয়া সীমান্তের মাদরা বিওপি এলাকায় বুধবার সকালে এই অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৩ ব্যাটালিয়ন। আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, তেঁতুলতলা এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচার হতে পারে।
আরো পড়ুন: গাজীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকাবাসীর মধ্যে উদ্বেগ
অভিযান চালানোর সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি দ্রুত পালিয়ে যান। তবে পালানোর আগে হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে দেন। সেই ব্যাগে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা ১০০ ডলারের নোটে গাঁথা তিনটি বান্ডিল উদ্ধার করেন, যার মোট মূল্য ৩০ হাজার মার্কিন ডলার।
৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক রাতে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার করা অর্থ সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হবে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এমন অভিযানে পাচারচক্রের কার্যক্রম আরও সীমিত হবে বলে আশা করা হচ্ছে।