Monday, November 17, 2025
Homeসিরিজ বাঁচাতে আজ মাঠে বাংলাদেশ, কেমন হবে একাদশ?

সিরিজ বাঁচাতে আজ মাঠে বাংলাদেশ, কেমন হবে একাদশ?

প্রথম ম্যাচে হারের পর আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবেই নজর এখন বাংলাদেশের একাদশের দিকে। আবুধাবির স্পিন সহায়ক উইকেটে আগের ভুল থেকে শিক্ষা নিতে চায় মিরাজের দল। ওপেনিংয়ে থাকছেন আগের দুই ব্যাটার, তবে বোলিং আক্রমণে আসছে পরিবর্তন। রিশাদ ও তানভীরকে নিয়ে স্পিন বিভাগে নতুন পরিকল্পনা, সঙ্গে ফিরছেন মোস্তাফিজুর রহমান।

প্রথম ম্যাচের হারে যেন পুরো দলের আত্মবিশ্বাসেই আঘাত লেগেছে। মন্থর ব্যাটিং আর অনিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে শেষ পর্যন্ত গুনতে হয় পরাজয়। আজকের ম্যাচে তাই লক্ষ্য একটাই জয়, যাতে সিরিজে ফেরার পথ খোলা থাকে।

ওপেনিংয়ে আবারও ভরসা রাখা হচ্ছে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান জুটির ওপর। যদিও প্রথম ম্যাচে রান আসেনি, তবু ব্যবস্থাপনা বিশ্বাস রাখছে এই জুটির ওপর। তিন নম্বরে থাকছেন নিয়মিত পারফর্মার নাজমুল হোসেন শান্ত।

মিডল অর্ডারে বড় পরিবর্তন নেই। আগের মতোই থাকবেন তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। তবে আজ তাদের কাছ থেকেই প্রত্যাশা করা হচ্ছে দায়িত্বশীল ব্যাটিং।

বোলিং বিভাগে আসছে গুরুত্বপূর্ণ রদবদল। প্রথম ম্যাচে তিন পেসারে নামার ভুল বুঝে নিয়েছেন অধিনায়ক মিরাজ। তাই আজ ফিরছেন রিশাদ হোসেন, সঙ্গে থাকবেন তানভীর ইসলাম দুজনই স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন।

অরো পড়ুন:ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে হতাশ বাংলাদেশি ফুটবল সমর্থকরা ।

পেস আক্রমণে আবার দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে, সঙ্গে নতুন বলে দায়িত্বে থাকতে পারেন তাসকিন আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক) তাওহীদ হৃদয, জাকের আলী, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ