Monday, November 17, 2025
Homeসিরিজ জিততে স্পিনই ভরসা বাংলাদেশের

সিরিজ জিততে স্পিনই ভরসা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে অনায়াস জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। এবার তাদের সামনে লক্ষ্য একটাই সিরিজ জয়। টানা চার ওয়ানডে সিরিজে হারের পর এবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে টাইগাররা। আজ মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। মন্থর ও স্পিন সহায়ক উইকেটে আজও ভাগ্য নির্ধারণ করবে স্পিনাররাই, এমনটাই অনুমান করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

প্রথম ওয়ানডেতে মাত্র ২০৭ রানে করেও বাংলাদেশ ৭৪ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজকে। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আজও স্পিনে ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। দলে বাড়তি স্পিনার হিসেবে যুক্ত হয়েছেন নাসুম আহমেদ। অপরদিকে ক্যারিবীয় শিবিরেও উড়িয়ে আনা হয়েছে আকিল হোসেনকে, যা স্পষ্ট করে—আজকের ম্যাচে হবে স্পিনারদের রাজত্ব।

গতকাল অনুশীলনে বাংলাদেশের প্রধান ফোকাস ছিল ব্যাটসম্যানদের ফুটওয়ার্ক ও স্ট্রাইক রোটেশনে। আগের ম্যাচে ব্যর্থ টপঅর্ডারকে নিয়ে কাজ করেছেন কোচ সিমন্স। সেন্টার উইকেটে দুই ঘণ্টার অনুশীলনে তাওহিদ হৃদয়, শান্ত, সৌম্য, সাইফ সবাই শিখেছেন কীভাবে টার্নিং উইকেটে পা চালিয়ে ইনিংস গড়া যায়।

স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেন, ‘ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অনুশীলন করানোর চেষ্টা করা হয়েছে। এই উইকেটে কে আগে মানিয়ে নিতে পারে, সেটাই নির্ধারণ করবে ম্যাচের ভাগ্য।’

ক্যারিবীয় শিবিরেও চলছে একই প্রস্তুতি। স্পিন মোকাবিলায় বিশেষ ড্রিলের মাধ্যমে ব্যাটারদের মানিয়ে নিতে চেষ্টা করছেন তারা।

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ।

আরো পড়ুন : রিভাবা জাদেজা গুজরাটের নতুন মন্ত্রিসভায় শপথ নিচ্ছেন- মন্ত্রিসভায় শপথ নিচ্ছেন-

ওয়েস্ট ইন্ডিজ: ব্র্যান্ডন কিং, শাই হোপ, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কাইল মেয়ার্স, আকিল হোসেন, গুডাকেশ মতি, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ, আলজারি জোসেফ, কিমো পল।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ