Friday, October 17, 2025
Homeসিনওয়ারের মৃত্যুবার্ষিকীতে ঘোষণায় আত্মবিশ্বাস ও বন্দি মুক্তির দাবি

সিনওয়ারের মৃত্যুবার্ষিকীতে ঘোষণায় আত্মবিশ্বাস ও বন্দি মুক্তির দাবি

ফিলিস্থিনি প্রতিরোধ আন্দোলন হামাস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, শহীদ নেতা ইয়াহিয়া সিনওয়ার (আবু ইব্রাহিম)-এর প্রথম মৃত্যুবার্ষিকীতে আল-আকসা বন্যার শিখা কখনো নিভবে না। বিবৃতিটি ইরানভিত্তিক মেহর নিউজ ও লেবাননের আল-মানার টিভির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে হামাসে বলা হয়েছে, “শহীদ নেতাদের রক্ত প্রজন্মের পর প্রজন্মের প্রতিরোধকে আরও মজবুত করে”—তারা সিনওয়ারসহ শহীদদের ত্যাগকে জাতীয় ঐক্য ও সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে উপস্থাপন করেছে। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, গত এক বছরে জনগণের ধৈর্য্য ও প্রতিরোধের সাহসের কারণে ‘দখলদারের’ আগ্রাসন, গণহত্যা, অনাহার, বাস্তুচ্যুতি ও জাতিগত নিধনের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

হামাস এক বিশেষ চুক্তির কথাও উল্লেখ করেছে যে চুক্তির মাধ্যমে ফ্লাড অফ দ্য ফ্রি (Flood of the Free) নামে ১,৯৬৮ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে, যা তাদের ভাষায় দখলদার কারারক্ষীদের অহংকার ভাঙবে। বিবৃতিতে এ মুক্তির তথ্যকে সাম্প্রতিক কূটনৈতিক ও सैन্য ঘটনাবলির ফলাফল হিসেবে উপস্থাপন করা হয়েছে।

বিবৃতিতে সিনওয়ারকে স্মরণ করে বলা হয়েছে, তিনি কৈশোর থেকেই মুজাহিদ ছিলেন; ২৩ বছরের কারাবাসে থেকেও তিনি এককভাবে বন্দিদের বিপক্ষ পরাস্ত করেছেন মুক্তির পর রাজনীতি, সংগঠন ও পরিকল্পনায় তিনি অটল থেকে শেষ পর্যন্ত ২০২৩ সালের ৭ অক্টোবর “আল-আকসা বন্যা সেনানির্মাণ কর্মকাণ্ডে নেতৃত্ব দেন। হামাস আরও বলেছে, সিনওয়ার দখলদারের সামরিক শক্তির মিথ ভেঙে দিয়েছিলেন এবং সম্মুখসরে শাহাদাত বরণ করেন।

প্রতিবেদনে হামাস সিনওয়ারসহ শহীদ নেতাদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ঘোষণা করেছে যে ‘আল-আকসা ইন্তিফাদার শিখা’ জ্বলতে থাকবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে সংগ্রামের বার্তা চালিয়ে যাবে যতক্ষণ না “সম্পূর্ণ মুক্তি” এবং জেরুজালেমকে রাজধানী করে একটি পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হয়।

শান্তিপ্রতিষ্ঠা, বন্দি মুক্তি ও উপসাগরীয়-আঞ্চলিক কূটনৈতিক প্রেক্ষাপট নিয়ে আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতা ও তথ্যমাধ্যমে ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর রয়েছে। হামাসের বর্ণিত মুক্তির সংখ্যা ও চুক্তির বিশদ স্বতন্ত্র সূত্রে যাচাই করা জরুরি; এসব দাবি সরকারি বা আন্তর্জাতিক ন্যায়িক সূত্রে নিশ্চিত না হলে সংবাদ প্রতিবেদনগুলো সতর্ক ভাষায় উপস্থাপন করা উচিত।

আরো পড়ুন : হামাসের সঙ্গে কথা বলেছি, দাবি ট্রাম্পের

প্রেক্ষাপট: ইয়াহিয়া সিনওয়ার হলেন হামাসের গাজা বিভাগের একজন প্রভাবশালী নেতা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষ ও ইজরায়েল–গাজা সহিংসতার পর থেকে সিনওয়ার ও অন্যান্য নেতা-চরিত্রগুলো ব্যাপকভাবে সংবাদ শিরোনামে এসেছেন। সাম্প্রতিক বছরগুলোতে গাজা, ইজরায়েল এবং মধ্যপ্রাচ্যে বন্দিদের হাজারের উপর মুক্তি-বরাবর নানা কূটনৈতিক প্রচেষ্টা ও যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, যার প্রেক্ষাপটে হামাসের এই বিবৃতি আসে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ