Tuesday, October 28, 2025
Homeসামিরা খান মাহি এবার আইটেম গানের তালে নাচাবেন দর্শকদের

সামিরা খান মাহি এবার আইটেম গানের তালে নাচাবেন দর্শকদের

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি এবার ভিন্নমাত্রার চমক নিয়ে আসছেন দর্শকদের সামনে। প্রথমবারের মতো তাকে দেখা যাবে আইটেম গানে, তবে কোনো সিনেমায় নয়, বরং দীপ্ত টিভির নতুন ধারাবাহিক ‘খুশবু’-তে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রচার শুরু হবে এ বহুল প্রতীক্ষিত মেগা সিরিজ।

ধারাবাহিকের গল্প ও মাহির চরিত্র

‘খুশবু’র প্রথম পর্বেই থাকছে মাহির আইটেম গান। সেখানে তিনি হাজির হবেন ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা চরিত্রে। নাটকের গল্পে একটি দৃশ্যে আইটেম গানের শুটিংয়ের অংশ হিসেবে মাহিকে দেখা যাবে ভিন্ন রূপে।

সামিরা খান মাহি এবার আইটেম গানের তালে নাচাবেন দর্শকদের 2
ছবি: ইন্সটাগ্রাম

নাটকটির মূল কাহিনি আবর্তিত হয়েছে জীবনের কঠিন সময় পেরিয়ে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর সংগ্রামকে ঘিরে। পাশাপাশি গার্মেন্টসকর্মী নারীদের সুখ-দুঃখ, স্বপ্ন ও বাস্তবতার চিত্রও উঠে আসবে এ ধারাবাহিকে।

সাজ্জাদ সুমনের পরিচালনায় নির্মিত ‘খুশবু’-তে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ অভিজ্ঞ অভিনয়শিল্পীরা।

আরো পড়ুন: ‘নাস্তিক’ আখ্যা নিয়ে ক্ষোভ, মুখ খুললেন সাফা কবির

শুধু তাই নয়, দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ থাকছেন নাম ভূমিকায়। তার সঙ্গে আছেন আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মৌ।

ধারাবাহিকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক। সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান এবং লাইন প্রডিউসার হিসেবে কাজ করেছেন মাসুদ মিয়া।

সামিরা খান মাহি এবার আইটেম গানের তালে নাচাবেন দর্শকদের 3
ছবি: ইন্সটাগ্রাম

গার্মেন্টসকর্মীদের অনুচ্চারিত গল্প

পরিচালক জানান, ‘নানা পেশার মানুষের গল্প আমরা প্রায়ই দেখি, তবে গার্মেন্টসকর্মীদের জীবনের জটিলতা ও বাস্তবতা অনেকটাই আড়ালে থেকে যায়। এই নাটকের মাধ্যমে তাদের সুখ-দুঃখ, সংগ্রাম ও সম্পর্কের দিকগুলো তুলে ধরা হবে।’ এছাড়া এতে থাকছে রুপালি পর্দার আড়ালের অজানা গল্পও।

সম্প্রচার সময়

কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’ আজ থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট এবং রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ