অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান শুনানি শেষে এই আদেশ দেন।
শুনানিতে যা ঘটেছে
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান আদালতে শহীদ খানকে হাজির করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান তিনি। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করেন।
এর আগে সোমবার সকালে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে শহীদ খানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আরো পড়ুন: অভিযানের সময় র্যাবের কাছ থেকে আসামি ছিনিয়ে নিল জনতা
অভিযোগে বলা হয়েছে, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ ব্যানারে এক গোলটেবিল বৈঠকে সরকারবিরোধী বক্তব্য দেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি নাকি দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার পরিকল্পনার কথা বলেন এবং অন্যদেরও প্ররোচিত করেন।
এ সময় উপস্থিত লোকজন তার বক্তব্যের প্রতিবাদ করে ‘আওয়ামী ফ্যাসিস্ট’ স্লোগান দিতে শুরু করেন।
ঘটনার পর ২৯ আগস্ট শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মামলায় আব্দুল লতিফ সিদ্দিকীসহ নাম উল্লেখ করে ১৬ জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়।