Homeবিনোদনসাকিব নায়ক নাকি ভিলেন: সাকিবের কারণে সিনেমা বন্ধ, জানালেন পরিচালক

সাকিব নায়ক নাকি ভিলেন: সাকিবের কারণে সিনেমা বন্ধ, জানালেন পরিচালক

সাকিব নায়ক নাকি ভিলেন: সাকিবের কারণে সিনেমা বন্ধ, জানালেন পরিচালক
সাকিব নায়ক নাকি ভিলেন: সাকিবের কারণে সিনেমা বন্ধ, জানালেন পরিচালক। ছবি: রাজিবুল হোসেন ফেসবুক প্রোফাইল।

সাকিবের কারণে সিনেমা বন্ধ:২০১২-১৩ সালে সাকিব আল হাসান, রাজিবুল হোসেন এর পরিচালনায় একটি সিনেমায় অভিনয় করেন। সিনেমাটির নাম হলো: ‘সব কিছু পিছনে ফেলে’। সিনেমাটির শুটিং হয় কক্সবাজার সমুদ্র তীরে। সাকিব আল হাসান সিনেমাটির অতিথির হিসেবে একটি চরিত্রে অভিনয় করেন। সিনেমাটিতে টানা ১০ দিন সাকিবের শুটিং করার কথা ছিলো এমনটি জানায় পরিচালক রাজিবুল হোসেন। কিন্তু শুটিংয়ের মাঝপথে সাকিব আর শুটিং করেনি। যার কারণে বন্ধ হয়ে যায় ‘সব কিছু পিছনে ফেলে’ সিনেমাটি। 

এই সিনেমাটিতে শহরের ৫ জন তরুন তরুণীকে ঘিরে গল্প। সেখানে সাকিব অতিথির চরিত্রে অভিনয় করবেন এমন প্রতিশ্রুতি নিয়ে তাকে সিনেমার চুক্তিতে স্বাক্ষর করতে হয়। পরবর্তিতে যখন এই বিষয়টি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পরে তখন ক্রিকেটার সাকিব আল হাসান অস্বীকার করেন। যার ফলে থেকে যায় সিনেমার শুটিং। তখন বিপদে পড়ে যায় পরিচালক। তাই বর্তমানে রাজিবুল হোসেন এই বিষয়টি তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। তিনি বলেন তার এই মিথ্যাচার ব্যবহারের জন্য আমার সিনেমা বন্ধ হয়েছিলো। 

আরো পড়ুন: স্কুইড গেম সিজন ৩: কেন এত মানুষ দেখছেন এই ওয়েব সিরিজ?

রাজিবুল হোসেন এই সিনেমার পরিচালনার পাশাপাশি প্রোযজনাও করেন। এই সিনেমার প্রধান প্রযোজন কমিটি হলো ফুজি ফিল্ম বাংলাদেশ। তাদের মাধ্যমেই সাকিব এই সিনেমায় যুক্ত হন বলে জানান পরিচালক। 

সাকিব নায়ক নাকি ভিলেন সাকিবের কারণে সিনেমা বন্ধ জানালেন পরিচালক 2

ফুজি ফিল্মমের সাথে তার চুক্তি ছিলো খেলার পাশাপাশি বছরে তিনি ৮দিন সময় দিবেন তাদের। তার জন্য তাকে একটি অর্থও প্রদান করবেন তারা। এই মোতাবেক আমি মিটিং করি সাকিবের সাথে এই কথা বলেন রাজিবুল। 

সাকিবের কারণে সিনেমা বন্ধ

সাবিক শুটিং করেন হাসি মুখে সব কিছু ঠিকভাবে চলছিলো। কিন্তু ফুজি ফিল্মের সাথে তার ঝামেলা হয়। যার কারণে সাকিব আর শুটিং করে না। এত দিনে সিনেমার ব্যয় ৬৫ লাখ টাকা হয়ে যায়। তখন আমি ভিষণ ডিপ্রেশনে পড়ে যাই। 

সাকিব নায়ক নাকি ভিলেন সাকিবের কারণে সিনেমা বন্ধ জানালেন পরিচালক 3

পরিচালক বলেন আমি অনেক আশা এবং স্বপ্ন নিয়ে এই সিনেমাটির শুটিং করি। কিন্তু মাঝ পথে বন্ধ হয়ে যাওয়ায় আমি ভেঙ্গে পড়ি। পরিচালকে প্রশ্ন করা হলো যে আপনি এত দিন পড়ে কেন এই বিষয় প্রকাশ করছেন। তখন তিনি জানান যে, আমার ‘বাসায় পুরোনো হার্ডডিস্ক খুঁজতে গিয়ে “সবকিছু পেছনে ফেলে” ছবির হার্ডডিস্ক চোখে পড়ে। মুহূর্তেই আমার অনেক কিছু মনে হতে থাকে। তাই আমি সাকিবের এই বিষয়টি প্রকাশ্যে আনার জন্য শেয়ার করি। 

- Advertisement -
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here