বাংলাদেশে পাঁচটি সিম কোম্পানি রয়েছে এবং আমরা সবাই কম বেশি কোম্পানির সিম ব্যাবহার করে থাকি। তাই সব সিমের নাম্বার দেখার কোড সহ টাকার ব্যালেন্স চেক ও ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড খুবই প্রয়োজনীয়।

Table of Contents

তাই আমাদের প্রতিটা সময়ে নাম্বার চেক করতে হয় এছাড়া টাকার ব্যালেন্স চেক ও ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হয়। তবে অধিকাংশ মানুষই অ্যাপস ব্যবহার করে থাকেন। কিন্তু অ্যাপসের মধ্যে টাকা, ইন্টারনেট, মিনিট এই সকল ব্যালেন্স চেক করতে হলে এমবির প্রয়োজন হয়ে থাকে।

আর এমবি ছাড়া অ্যাপস এর মধ্যে ঢোকা যায় না। তাই আমাদের সহজ উপায় হলো কোড ডায়াল করে সকল ব্যালেন্স চেক করা। কিন্তু আমরা অনেকেই কোন কোড ব্যবহার করতে হয় কোন সিমে এটা জানি না। অথবা অনেকের জানা থাকলেও মনে থাকে না। তাই আজকের পোস্টে আপনাদেরকে সকল সিমের কোড নাম্বার জানিয়ে দিবো।

সব সিমের নাম্বার দেখার কোড

সব সিমের নাম্বার দেখার কোড ও টাকা ও ইন্টারনেট ব্যালেন্স চেক কোড

বাংলাদেশে কয়টি সিম কোম্পানি রয়েছে

বাংলাদেশে মোট পাঁচটি সিম কোম্পানি রয়েছে যেমন:
1. Grameenphone
2. Banglalink
3. Robi
4. Airtel
5. Teletalk

সিম নাম্বার চেক

গ্রামীন সিমের নাম্বার দেখার কোড

গ্রামীন সিমের নাম্বার চেক করার কোড হল – *2#
স্কিটো সিমের নাম্বার দেখার কোড হল – *2#

বাংলালিংক নাম্বার দেখার কোড

বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড – *511#

রবি নাম্বার দেখার কোড

রবি সিমের নাম্বার দেখার কোড হল – *2#

এয়ারটেল নাম্বার চেক

এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড হল – *2#

টেলিটক সিমের নাম্বার দেখার কোড

টেলিটক নাম্বার দেখার কোড হল – *551#

গ্রামীন সিমের সকল কোড

Gp number check

জিপি সিমের নাম্বার চেক করার কোড – *2#

Gp balance check

গ্রামীন সিমের টাকার ব্যালেন্স চেক করার কোড হল – *566#

Gp mb check

গ্রামীন সিমের ইন্টারনেট চেক করার কোড নাম্বার হল – *121*1*4#

Gp minute check

গ্রামীন সিমের মিনিট চেক করার কোড নাম্বার হল – *121*1*2#

Cancel Your Internet Package

আপনি যদি আপনার গ্রামীন সিমের কোন একটি ইন্টারনেট প্যাকেজ বন্ধ করতে চান তাহলে এই কোডটি ডায়াল করুন – *121*3041#

বাংলালিংক সিমের সকল কোড

বাংলালিংক সিমের নাম্বার চেক করার কোড – *511#

বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার কোড নাম্বার হল – *124#

বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড নাম্বার হল – *5000*500#

বাংলালিংক সিমের মিনিট চেক করার কোড নাম্বার হল – *121*100#

রবি সিমের সকল কোড

Robi number check

রবি সিমের নাম্বার দেখার কোড নাম্বার হল – *2#

Robi balance check

রবি সিমের ব্যালেন্স চেক করার কোড নাম্বার হল – *222#

Robi internet check

রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড নাম্বার হল – *3# or *8444*88#

Robi Sms Check

রবি সিমের এসএমএস দেখার কোড নাম্বার হল – *222*12#

Robi minute check

রবি সিমের মিনিট দেখার কোড নাম্বার হল – *222*2#

এয়ারটেল সিমের সকল কোড

Airtel number check

এয়ারটেল সিমের নাম্বার চেক করার কোড নাম্বার হলো – *2#

Airtel balance check

এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করার কোড নাম্বার হলো – *778#

Airtel internet check

এয়ারটেল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড – *778*39# or *778*4#

Airtel minute check

এয়ারটেল সিমের মিনিট চেক করার কোড নাম্বার হলো – *778*5# or *778*8#

Airtel sms check

এয়ারটেল সিমের এসএমএস চেক করার কোড নাম্বার হলো – *778*2#

টেলিটক সিমের সকল কোড

Teletalk number check

টেলিটক নাম্বার চেক করার কোড – *551#

Teletalk balance check

টেলিটক সিমের ব্যালেন্স চেক করার কোড নাম্বার হলো *152#

Teletalk internet check

টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড নাম্বার হলো *152#

Teletalk minute check

টেলিটক সিমের মিনিট চেক করার কোড নাম্বার হলো *152#

GP ALL USSD CODE

• Gp Balance Check : *566#
• Gp SIM Number Check : *2#
• Gp Minute Check : *121*1*2# or *566*24# or *566*20#
• Gp Data (MB) Check : *121*1*4#
• Gp SMS Check : *566*2#

• Banglalink Balance Check : *124#
• Banglalink SIM Number Check : *511#
• Banglalink Minute Check : *121*100#
• Banglalink Data (MB) Check : *5000*500#
• Banglalink SMS Check : *121*100#

Robi ALL USSD CODE

• Robi Balance Check : *222#
• Robi SIM Number Check : *2#
• Robi Minute Check : *222*2#
• Robi Data (MB) Check : *3# or *8444*88#
• Robi SMS Check : *222*12#

Airtel ALL USSD CODE

• Airtel Balance Check : *778#
• Airtel SIM Number Check : *2#
• Airtel Minute Check : *778*5# or *778*8#
• Airtel Data (MB) Check : *778*39# or *778*4#
• Airtel SMS Check : *778*2#

Teletalk ALL USSD CODE

• Teletalk Balance Check : *152#
• Teletalk SIM Number Check : *551#
• Teletalk Minute Check : *152#
• Teletalk Data (MB) Check : *152#
• Teletalk SMS Check : *152#

সর্বশেষ

এই ধরনের আরো তথ্য পেতে এখনই আমাদের গুগল নিউজ ফলো করে রাখুন

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *