বিশ্ব প্রযুক্তি দুনিয়ায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইন্টেল। জাপানি বহুজাতিক প্রতিষ্ঠান সফটব্যাংক ঘোষণা দিয়েছে, তারা ইন্টেলে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এই বিনিয়োগকে যুক্তরাষ্ট্রে উন্নত প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতে বড় ধরনের প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে।
শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব
চুক্তি অনুযায়ী, সফটব্যাংক ইন্টেলের সাধারণ শেয়ার কিনবে, যেখানে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩ ডলার। ঘোষণার পর মার্কেট বন্ধ হওয়ার পরবর্তী সময়ে ইন্টেলের শেয়ারের দাম প্রায় ৫% বেড়ে যায়, যা বাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়ার প্রমাণ দেয়।
মাসায়োশি সনের বার্তা
সফটব্যাংক গ্রুপের চেয়ারম্যান ও সিইও মাসায়োশি সন বলেছেন,
“এই কৌশলগত বিনিয়োগ প্রমাণ করে আমরা বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রে উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদন ও সরবরাহ আরও সম্প্রসারিত হবে এবং এতে ইন্টেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তার এই বক্তব্যে স্পষ্ট যে সফটব্যাংক শুধু আর্থিক লাভের জন্য নয়, বরং প্রযুক্তির ভবিষ্যৎ গড়ার কৌশলগত লক্ষ্য নিয়েই এগোচ্ছে।
প্রতিযোগিতার ভিড়ে ইন্টেলের নতুন ভরসা
সাম্প্রতিক বছরগুলোতে এনভিডিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে ইন্টেল কিছুটা পিছিয়ে পড়েছিল। তবে এই বিনিয়োগ ইন্টেলের জন্য এক বড় ধরনের ভ্যালিডেশন বা স্বীকৃতি হিসেবে কাজ করছে। পাশাপাশি সফটব্যাংকের পুনরায় যুক্তরাষ্ট্রকেন্দ্রিক প্রযুক্তি খাতে আগ্রহের প্রতিফলনও এতে দেখা যাচ্ছে।
সফটব্যাংক ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের লর্ডস্টাউন এলাকায় ফক্সকনের মালিকানাধীন একটি কারখানা কিনে নিয়েছে। পরিকল্পনা হলো সেই জায়গাকে এআই ডেটা সেন্টার তৈরির জন্য ব্যবহার করা।
ইন্টেলের পুনর্গঠন ও চ্যালেঞ্জ
নতুন সিইও লিপ-বু ট্যান নেতৃত্বে ইন্টেল বর্তমানে একটি বড় ধরনের পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের অটোমোটিভ আর্কিটেকচার ব্যবসা বন্ধ করেছে এবং উল্লেখযোগ্য সংখ্যক কর্মী ছাঁটাই করেছে। এছাড়া ইন্টেল ফাউন্ড্রি বিভাগে ১৫-২০% কর্মী সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে।
এদিকে, রাজনৈতিক চাপও সামলাতে হচ্ছে ট্যানকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ তুলেছেন এবং এমনকি পদত্যাগের দাবি করেছেন। যদিও এসব অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে বিষয়টি ইন্টেলের জন্য নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে।
আরো পড়ুন:
Perplexity এখন সরাসরি লাইভ ইয়ার্নিং কল ট্রান্সক্রিপশন দিচ্ছে ভারতীয় স্টকগুলোর জন্য
অভ্যন্তরীণ উৎপাদনে গুরুত্ব
সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসন বিদেশ থেকে আমদানি করা সেমিকন্ডাক্টর চিপের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছে। এর লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের ভেতরে উৎপাদন বাড়ানো। ঠিক এমন সময়ে সফটব্যাংকের বিনিয়োগকে ইন্টেল ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শিল্পের জন্য এক বড় ধরনের আশীর্বাদ হিসেবে দেখা হচ্ছে।
Disclaimer: এই প্রতিবেদনে প্রকাশিত তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন ও প্রকাশিত ঘোষণার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে উল্লেখিত আর্থিক সিদ্ধান্ত বা বিনিয়োগ সংক্রান্ত তথ্যকে বিনিয়োগ পরামর্শ হিসেবে গ্রহণ করা উচিত নয়।
সূত্র: টেক ক্রাস