এই ছোট্ট মেয়েটির গায়ের রং বিদেশিদের হওয়াতে স্ত্রীকে ডিভোর্ড দিলেন স্বামী মোজাফফর হোসেন। তালাক দিয়ে বিদেশে চলে যান তিনি। তাদের বিয়ে হয় পারিবারিকভাবে জেলার বাজুয়া ডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের সাথে। ২০২২ সালে তাদের ঘরে জন্মনেয় এই মেয়ে সন্তান। এখন মায়ের সাথেই থাকেন ছোট্ট শিশুটি। এই ঘটনাটি ঘটেছে যশোর সদরের বাউলিয়া গ্রামে। ছোট এই মেয়েটি বেশ দুরন্ত, হাসি-খুশি থাকে। এমন সুন্দর মেয়ের জন্মের পর তার বাবা একটি বারও কোলে তুলে নেয় নি জানায় মেয়েটির মা।
বর্তমানে মেয়েকে গিয়ে অনেক কষ্টে দিন যাপন করছেন, ছোট মেয়েটির মা বলেন আমি অন্যের বাড়িতে কাজ করি। যা পাই তাই দিয়ে কোনমতে খেয়ে থাকি। আমাদের মা ও মেয়ের এমনও হয় মাঝে মাঝে আধা পেট খেয়ে বা না পেয়ে দিন যাপন করতে হয়। এই দুর্দিনে আমাকে কেউ দেখতে আসেনা। আমার শ্বশুর, শাশুরি ও আসে না তাদের নাতিকে দেখতে।
আরো পড়ুন: আগামীকালের আবহাওয়া ১২ নভেম্বর ২০২৫
তিনি আরো বলেন আমার একটি ঘর নেই থাকার মতো। আমি অন্যের বাড়িতে থাকি। এই বিষয়ে ইন্ডিপেন্ডেন্ড নিউজ এর সংবাদ কর্মী ডাক্তারের সাথে যোগাযোগ করলে তারা বলেন এলবিনেজম রোগের কারণে এই সমস্যাটি হয়। এই রোগের এখনও কোন ঔষধ বের হয় নি।
তার ঘরের জন্য জেলা প্রশাকসক বলেন আমরা বিষয়টি দেখবো। আর তাকে আমাদের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য দেওয়ার চেষ্টা করবো।

