Tuesday, October 7, 2025
Homeদেশের সব পুলিশ স্টেশনকে: ১০ নম্বর সতর্ক সংকেত জানালো তান্ডব - সাকিব...

দেশের সব পুলিশ স্টেশনকে: ১০ নম্বর সতর্ক সংকেত জানালো তান্ডব – সাকিব খানের নতুন মুভি, ঈদুল আযাহার বাংলা মুভি

১০ নম্বর সতর্ক সংকেত জানালো তান্ডব

২০২৫ সালের ঈদুল আযহার সিনেমা চলে এসেছে অনেক গুলোই। তার মধ্যে আজই মুক্তি পেয়েছে তান্ডব সিনেমার একটি টিজার। বর্তমানে শাকিব খান বাংলাদেশের সিনেমা জগতের তান্ডব দেখাচ্ছে প্রতিমুহূর্তে। এর আগে ঈদুল ফিতরে শাকিব খান তার সিনেমার মাধ্যমে অন্য সবাইকে বরবাদ করে দিয়েছে তার বরবাদ সিনেমা দিয়ে। এবার ঈদুল আযহা ও ১০নম্বর সতর্ক সংকেত নিয়ে আসছে শাকিব খান। 

তান্ডব সিনেমার এইট রেজাল্ট টির প্রথমেই শোনা যায় একটি ভারী গলার ভয়েস। যেখানে বলা হয় আকস্মিকভাবেই দেশের আবহাওয়া আমল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সকল পুলিশ স্টেশন কে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা ও আবহাওয়া আজ অস্বাভাবিকভাবে ভয়ংকর।  সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছে আজ সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো হচ্ছে। 

আরো পড়ুন: ২০২৫ সালে কুরবানির ঈদ কবে – ঈদুল আজহা ছুটি কয় দিন?

তান্ডব সিনেমার টিজারটিতে প্রথমেই দেখা যায় একটি লোক উপরের ডায়লগকে দিতে দিতে হাতে একটি গরিলার মাক্স নিয়ে বাইরে বের হচ্ছে। সমস্ত কিছু দেখে বোঝা যাচ্ছে শাকিব খান হলো তান্ডবদলের একজন লিডার তিনি জঙ্গল থেকে অথবা তার ডেরা থেকে সমস্ত। 

দেশের সব পুলিশ স্টেশনকে ১০ নম্বর সতর্ক সংকেত জানালো তান্ডব ১

পরিকল্পনা নিয়ে বের হয়েছে সকল পুলিশ স্টেশনগুলোকে ধংস করার জন্য। তাই সকল পুলিশ স্টেশন কে দশ নম্বর সতর্ক সংকেত দেখিয়েই তিনি যুদ্ধে নেমেছেন। তান্ডব বাহিনীর সবাই বাস থেকে নামে এবং সবাই ভয়ে কাঁপতে থাকে এবং তাদের সবার হাতে থাকে একে ফরটি গান। 

তান্ডব সিনেমার সকল কলাকৌশলী

তান্ডব সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। রায়হান রাফির বিষয়ে ইতিমধ্যেই বাংলাদেশের সকল মুভি দর্শক জেনে গিয়েছেন তার সৃষ্টির গভীরতা সম্পর্কে। পূর্বে তার নির্মিত প্রতিটি সিনেমাই দর্শক মহলে প্রশংসিত হয়েছে যেমন দহন, পোড়ামন ২, তুফান, সুরঙ্গ। আর এখন তিনি পরিচালনা করছেন শাকিব খান অভিনীত তান্ডব সিনেমা এই ঈদুল আযাহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। 

সিনেমাটির আরো চরিত্রে রয়েছেন সাবিলা নূর, জয়া আহসান। জয়া আহসানকে এক পলকের জন্য দেখানো হয়। যখন শাকিব খান সবকিছু ধ্বংস করে মুখোশ খুলেছে তখন তার সামনে একটি পিস্তল নিয়ে দাঁড়িয়েছে রাগমুখে। তার লুক দেখে মনে হয় জয়া আহসান একজন পুলিশ অফিসারের কোন ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রয়েছেন। 

এই সিনেমাটি সহযোগী হিসেবে রয়েছেন দীপ্ত টিভি। দীপ্ত টিভিতেই এই টিজারটি মুক্তি পেয়েছে। তান্ডব সিনেমাটির প্রযোজনা করেছেন এস ভি এফ, আলফা আই এবং চরকি।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ