Thursday, October 16, 2025
Homeশেখ হাসিনার পতনের পর মানুষ শান্তিতে ঘুমাতে পারছে: মির্জা ফখরুল

শেখ হাসিনার পতনের পর মানুষ শান্তিতে ঘুমাতে পারছে: মির্জা ফখরুল

‘হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে’বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যে ঠাকুরগাঁওয়ের জনসভায় উচ্ছ্বাস দেখা যায়। তিনি বলেন, ১৫ বছরের আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছে। সেই সঙ্গে অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল।

‘বিরোধীদের ওপর চালানো হয়েছে অকথ্য নির্যাতন’

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগা মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি দাবি করেন, শেখ হাসিনার সরকারের সময় বিএনপির দুই হাজার নেতাকর্মীকে ২০২৪ সালের ৫ আগস্ট হত্যা করা হয়েছিল।

তার ভাষায়,১৫ বছরের সংগ্রাম শেষে আমরা মানুষকে শান্তি এনে দিয়েছি। আজ দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কারণ এখন তারা ভয় ছাড়া ঘুমাতে পারছে।

২০১৮ সালের হামলার স্মৃতিচারণ

২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় ভয়াবহ হামলার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন,বেগুনবাড়িতে আমার প্রথম নির্বাচনি প্রচারণার দিন আওয়ামী লীগের চেয়ারম্যান বনি আমিনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী আমার গাড়িতে হামলা চালায়। গাড়ি ভেঙে দেয়, নেতাকর্মীদের মারধর করে।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছিল। অনেকেই ধানক্ষেতে বা আমবাগানে লুকিয়ে রাত কাটাতো। এখন সেই মিথ্যা মামলা তুলে নেওয়া হয়েছে, সবাই মুক্তি পেয়েছে।

আরো পড়ুন : আওয়ামী লীগের ভোটাররাও নাগরিক’—ইসির কাছে স্পষ্ট অবস্থান জানতে চাইলেন সাংবাদিকরা

সভায় উপস্থিত ছিলেন

দানারহাট ঈদগা মাঠে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল কাশেম আজাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ওবায়দুল্লাহ মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ