আজকে সকাল ১০:৫৩ মিনিটে ঘটে যায় একটি সিনেমার স্টাইলে হত্যাকাণ্ড। যেখানে দেখা যায় তারিক সাইফ মামুনকে হত্যা করতে। ঘটনাটা সরাসরি ধরা পড়ল সিসিডিবি ক্যামেরার ফুটেজে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ফুটেজটি ভাইরাল হয়ে গিয়েছে।
কিন্তু আসল বিষয় হলো কে বা কারা এই হত্যাক কাণ্ডটি চালিয়েছে তাদের বিষয়ে এখনো কোনো খোঁজ খবর মেলেনি। কারণ দুইজন ব্যক্তিকে দেখা গিয়েছে হাতে গুলি নিয়ে এগিয়ে এসে সরাসরি একটি বিল্ডিংয়ের গেটের সামনে এসেই করে হত্যা করেছে। সেখানে অনেক মানুষ ছিলো। এমনকি সেই বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডও সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কোনো কিছুই করতে পারেনি।
আরো পড়ুন: জানেন বিনা শুল্কে কতটুকু স্বর্ণ আনা যাবে বিদেশ থেকে
এই কেসটা বর্তমানে পুলিশ এর তদন্তে চলে গিয়েছে, তারা এখনো কোন দিসা পাননি। দেখা যায় তারেক সাইফ, গেটের বাইরে বেরিয়ে যেতে এবং তার একটু পরেই দুইজন লোক তাকে তাড়া করে নিয়ে আসে। সেই তাড়া খেয়ে সে বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে যায়, তখন দুইজন ব্যক্তি সরাসরি গুলি করে দেয়। তাদের মুখে মাস্ক পড়া ছিলো।

