বিশ্ববাজারে আলোড়ন তুলতে আবারও নতুন প্রযুক্তি পণ্যের ঘোষণা দিলেন ইলন মাস্ক। এক্স (পূর্বের টুইটার)–এ ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, খুব শিগগিরই টেসলা ফোন উন্মোচন করা হতে পারে।
এক্সে ইলন মাস্কের পোস্ট
ইলন মাস্ক তাঁর পোস্টে লিখেছেন— “Do you need a new Tesla phone as a gift?
A) Yes
B) No thanks”। তাঁর এই সংক্ষিপ্ত বার্তাই কৌতূহল সৃষ্টি করেছে টেসলা ভক্তদের মধ্যে। অনেকেই ধারণা করছেন, এটি টেসলা ফোন আনুষ্ঠানিকভাবে বাজারে আসার আগাম ইঙ্গিত।
অভূতপূর্ব সাড়া
পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে এটি তিন লাখ ২১ হাজার ৯০০ ভিউস পেয়েছে। পাশাপাশি এসেছে ৩৪০০ কমেন্ট, ১২০০ রিপোস্ট, প্রায় সাত হাজার লাইক এবং ৩১৬টি বুকমার্ক। এত অল্প সময়ে এ ধরনের সাড়া পাওয়াই প্রমাণ করে যে গ্রাহকদের মধ্যে টেসলা ফোনের প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে।
আরো পড়ুন:
টেসলা ফোন নিয়ে আগ্রহ
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ইলন মাস্কের প্রতিটি নতুন উদ্যোগই প্রযুক্তি জগতে বড় প্রভাব ফেলে। ফলে টেসলা ফোনের ঘোষণা গ্রাহক ও বিনিয়োগকারীদের জন্য সমানভাবে আকর্ষণীয় হয়ে উঠছে। যদিও আনুষ্ঠানিক উন্মোচনের তারিখ এখনো জানা যায়নি, তবে মাস্কের সাম্প্রতিক ইঙ্গিতেই প্রযুক্তি বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।