Friday, September 26, 2025
Homeশিশুদের জন্য স্মার্টওয়াচ Garmin Bounce 2 আনলো LTE, কল ও অ্যামাজন মিউজিক...

শিশুদের জন্য স্মার্টওয়াচ Garmin Bounce 2 আনলো LTE, কল ও অ্যামাজন মিউজিক সুবিধা

লিড: জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড গারমিন তাদের নতুন শিশুদের স্মার্টওয়াচ Bounce 2 বাজারে এনেছে। ডিভাইসটিতে থাকছে LTE কানেক্টিভিটি, দুই-দিকে কল ও টেক্সট মেসেজিং সুবিধা, রিয়েল-টাইম লোকেশন ট্র্যাকিংসহ শিশুদের বিনোদন ও ফিটনেস ফিচার।

নিরাপদ সংযোগ ও নজরদারি

Bounce 2 স্মার্টওয়াচে রয়েছে বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোন, যার মাধ্যমে অভিভাবকরা শিশুদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। গারমিন জে আর (Garmin Jr.) অ্যাপের সাহায্যে বাবা-মা ও অনুমোদিত কন্টাক্টরা শিশুর সঙ্গে কল বা টেক্সট করতে পারবেন। শিশুরা চাইলে কণ্ঠস্বর বার্তা বা ফুল কিবোর্ড ব্যবহার করে টেক্সট মেসেজ পাঠাতে পারবে। এছাড়া ভয়েস মেসেজের ট্রান্সক্রিপশন সুবিধায় অভিভাবকরা চাইলে শুনতে না পারলেও লেখা আকারে বার্তা পড়তে পারবেন।

লোকেশন ট্র্যাকিং ও জিওফেন্সিং

শিশুদের জন্য স্মার্টওয়াচ garmin bounce 2 আনলো lte 2
ছবি: গারমিন

অভিভাবকরা সরাসরি অ্যাপের মাধ্যমে সন্তানের রিয়েল-টাইম লোকেশন দেখতে পারবেন। নতুন টেম্পোরারি জিওফেন্সিং প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে দিলে, শিশু সেখানে প্রবেশ বা সেখান থেকে বের হলে তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন পাঠানো হবে।

আরো পড়ুন: DJI Osmo Nano: উন্মোচনের আগেই ফাঁস হলো স্পেসিফিকেশন

শিশুদের জন্য বিনোদন ও ফিটনেস ফিচার

এই স্মার্টওয়াচে রয়েছে বিভিন্ন স্পোর্টস অ্যাপ, যার মাধ্যমে দৌড়ানো, হাঁটা, সাইকেল চালানো, জাম্প রোপ, পিকলবল কিংবা টিম স্পোর্টস ট্র্যাক করা যাবে। শিশুদের জন্য রয়েছে অন-স্ক্রিন অ্যানিমেশন, কাস্টমাইজড ওয়াচ ফেস ও কালার থিম। এছাড়া Amazon Music সাপোর্টের মাধ্যমে গান ডাউনলোড করে সরাসরি ঘড়িতে বা হেডফোনে শোনা যাবে (প্রাইম বা আনলিমিটেড সাবস্ক্রিপশন প্রয়োজন)। ভয়েস কমান্ড ব্যবহার করে শিশু সহজেই “মাকে কল করো” বা “টাইমার চালু করো” ধরনের নির্দেশ দিতে পারবে।

শিশুদের জন্য স্মার্টওয়াচ garmin bounce 2 আনলো lte 3

ডিজাইন ও ব্যাটারি

Bounce 2-এ রয়েছে ১.২ ইঞ্চি রাউন্ড AMOLED ডিসপ্লে, টাচস্ক্রিন এবং দুটি সাইড বাটন, যা সহজ নেভিগেশন নিশ্চিত করে। ঘড়িটি সুইম-ফ্রেন্ডলি, ফলে দৈনন্দিন নানা কাজে ব্যবহার উপযোগী। ব্যাটারি একটানা প্রায় ২ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে।

প্রাপ্যতা ও দাম

গারমিনের নতুন এই স্মার্টওয়াচ বাজারে এখনই পাওয়া যাচ্ছে তিনটি রঙে—লাইট পার্পল, টারকোইজ এবং স্লেট গ্রে। এর খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৯.৯৯ মার্কিন ডলার। এছাড়া মাসিক $9.99 সাবস্ক্রিপশন প্ল্যান এর মাধ্যমে স্মার্টওয়াচ সার্ভিস ব্যবহার করা যাবে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ