কৃষকরা বলছেন এক বিঘা শিমুলের জমি চাষ করতে খরচ হয় ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা। ১ বিঘা জমি থেকে শিমুলের মূল বিক্রি করে ১ লক্ষ ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় হয়।

শিমুলের মূলের চাহিদা রয়েছে প্রচুর এবং বাংলাদেশের সর্বস্তরে এখনো শিমুলের মূলের চাষ দেখা যায় না। যার কারণে অনেক বড় একটা মার্কেট রয়েছে এখানে। কৃষকরা যদি সবাই স্ব উদ্যোগে এই চাষাবাদ করে তাহলে এই শিমুলের মূল বিদেশেও রপ্তানি করা যাবে।
আরো পড়ুন: আগামীকালের আবহাওয়া ২৪ নভেম্বর ২০২৫
শিমুলের মূলে রয়েছে অনেক গুনাগুন। বিশেষ ঔষুধী হিসেবে ব্যবহার করা হয় এই শিখর।

