ঢাকার সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের প্রস্তাব ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বলছেন, প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে উচ্চশিক্ষা ও নারী শিক্ষায় সংকোচন ঘটবে এবং শিক্ষা ক্যাডারের মধ্যে বৈষম্য আরও বাড়বে। তাঁদের দাবি, এসব কলেজের জন্য একটি অধিভুক্তমূলক (অ্যাফিলিয়েটিং) বিশ্ববিদ্যালয় করা উচিত, যাতে ঐতিহ্য রক্ষা পায় এবং ক্যাডারের স্বার্থ সংরক্ষিত থাকে।
মূল প্রতিবেদন:
আজ সোমবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।
অনুষ্ঠানটির আয়োজন করে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, যার বিষয় ছিল ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৫: ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজ ও শিক্ষা ক্যাডারের স্বার্থ সংরক্ষণ।’
সভায় বক্তারা বলেন, সরকার যেভাবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বাঙলা কলেজ ও তিতুমীর কলেজকে একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নিয়েছে, সেটি বাস্তবায়িত হলে ঐতিহ্যবাহী এসব কলেজের স্বাতন্ত্র্য হারিয়ে যাবে।
তাঁরা আরও বলেন, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ নারী শিক্ষা ও উচ্চশিক্ষার পরিসরকে সংকুচিত করবে, পাশাপাশি শিক্ষা ক্যাডারের শিক্ষকরা পদোন্নতি ও কাঠামোগতভাবে আরও পিছিয়ে পড়বেন।
সভায় সংগঠনের সদস্যসচিব মো. মাসুদ রানা খান বলেন, “আমরা নতুন বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে নই। কিন্তু সেটি অবশ্যই আলাদা স্থানে প্রতিষ্ঠিত হতে হবে। সাত কলেজের ঐতিহ্য ও কাঠামো অক্ষুণ্ণ রেখে সেটিকে ‘অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি’ করা যেতে পারে।”
আরো পড়ুন :এসএসসি ২০২৬-এ নতুন নিয়ম: অনুবাদ বাদ, আইসিটিতে বাড়লো এমসিকিউ, ফিন্যান্সে নতুন কাঠামো
বৈষম্যের অভিযোগ ও ক্যাডারের উদ্বেগ
সভায় বক্তারা অভিযোগ করেন, সরকারি কলেজে কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি ও গ্রেড বৈষম্যের শিকার। বর্তমানে সরকারি কলেজের অধ্যাপকেরা সর্বোচ্চ চতুর্থ গ্রেডে থাকলেও, বিশ্ববিদ্যালয় কাঠামোয় তাঁদের পদ ও মর্যাদা বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ বলেন শিক্ষা ক্যাডারের মর্যাদা রক্ষা না হলে পুরো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়বে।
সভায় প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মোহাম্মদ মনিরুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক নাসরীন বেগম, বিভিন্ন জেলা ও ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
পটভূমি: সাত কলেজ ও নতুন বিশ্ববিদ্যালয় বিতর্ক
ঢাকার সাত সরকারি কলেজকে নিয়ে সরকার যে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নিয়েছে, তার খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর। প্রস্তাব অনুযায়ী, সাতটি কলেজ হবে নতুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যাম্পাস, এবং একেক ক্যাম্পাসে নির্দিষ্ট বিষয়ের পাঠদান হবে। তবে এতে বিষয়ের সংখ্যা কমে আসবে এবং উচ্চমাধ্যমিক স্তর সংকটে পড়বে, এমন আশঙ্কা করছেন শিক্ষকেরা।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কাঠামো দ্রুত বাস্তবায়নের দাবিতে কিছু শিক্ষার্থী আন্দোলন চালিয়ে আসছেন। ফলে শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে অবস্থানভেদ তৈরি হয়েছে।