ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ | dbbl scholarship 2024 | dbbl ssc scholarship 2024

এসএসসি পরীক্ষা ২০২৪ সালে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা কারা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন? কত তারিখ থেকে আবেদন শুরু? কিভাবে আবেদন করতে হবে। এ বিষয় নিয়ে আজকের পোস্ট, তাই আজকের পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

প্রতিবছরের ন্যায় এবারও ডাচ বাংলা ব্যাংক এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা করেছেন। এখানে আপনাকে আবেদন করতে হবে শিক্ষাবৃত্তি নেওয়ার জন্য। ডাচ-বাংলা ব্যাংক দিচ্ছে দুই বছরের জন্য আপনাকে শিক্ষাবৃত্তি।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আওতায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মেধার ভিত্তিতে শিক্ষাবৃত্তি প্রদান করবে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক।

শিক্ষাবৃত্তির জন্য আবেদনকারীর যোগ্যতা

  • সিটি কর্পোরেশন এলাকার অন্তর্ভুক্ত স্কুল / শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি/ সমমান ২০২৪ সালের পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • জেলা শহর এলাকার অন্তর্ভুক্ত স্কুল / শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি/ সমমান ২০২৪ সালের পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • গ্রামীন/অনগ্রসর অঞ্চলের অন্তর্ভুক্ত স্কুল / শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি/ সমমান ২০২৪ সালের পরীক্ষায় জিপিএ-৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আপনি এই তিনটি পর্যায়ের মধ্যে যদিও অন্তর্ভুক্ত হয়ে থাকেন। এবং আপনি এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে থাকেন তাহলে আপনি এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে যে সকল শিক্ষার্থীরা গ্রামের স্কুল প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য শুধুমাত্র জিপিএ – ৪.৮৩ পেলেই এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষাবৃত্তির মেয়াদ কত দিন

ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ যে শিক্ষাবৃত্তি প্রদান করতেছে সেটির মেয়াদ ২ বছর। অর্থাৎ একজন শিক্ষার্থী ২ বছর পর্যন্ত শিক্ষাবৃত্ত পাবেন।

শিক্ষাবৃত্তিতে কত টাকা দিবেন

যে সকল শিক্ষার্থীদের এই শিক্ষাবৃত্তি হবে তাদের দুই বছর পর্যন্ত শিক্ষা বৃত্তি প্রদান করবে। এই সময়কালীন প্রতিমাসে প্রতি শিক্ষার্থী ২,৫০০ টাকা করে পাবেন। এছাড়া প্রতিবছরে পাঠ্য উপকরণের জন্য ২,৫০০ টাকা এবং পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা করে পাবেন।

যে সকল শিক্ষার্থীরা যোগ্য হলেও বৃত্তি পাবেন না

যেসব ছাত্রছাত্রীরা সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ-বাংলা ব্যাংক – এরশিক্ষাবৃত্তির জন্য যোগ্য হবেন না।

সবচেয়ে বেশি বৃত্তি পাবেন যে অঞ্চল

গ্রামীন-অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্র-ছাত্রীদের বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।

শিক্ষাবৃত্তির জন্য আবেদন করার সময়সীমা

শিক্ষাবৃত্তির জন্য আবেদন করার শুরুর তারিখ ১৪ই মে ২০২৪ সাল হতে আবেদনের শেষ তারিখ ৮ই জুন ২০২৪ পর্যন্ত।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদন ফরম

ডাচ বাংলা ব্যাংক-এর শিক্ষাবৃত্তির জন্য যেসকল ডকুমেন্টস প্রয়োজন তাহল:

প্রথমে এই ওয়েবসাইটে যাবেন: app.dutchbanglabank.com/DBBLScholarship

তারপর নিচের ডকুমেন্টস গুলো এই ওয়েবসাইটে পূরন করতে হবে।

  • ১. আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
  • ২. আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
  • ৩. এস.এস.সি. / সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ ফলাফল

ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যে সকল শিক্ষার্থীরা আবেদন করবেন। তাদের ফলাফল ঘোষণা করা হবে ১২ই জুন ২০২৪ সালে।

যারা শিক্ষাবিদের জন্য যোগ্য হবেন

প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ্-বাংলা ব্যাংক এর উপরোক্ত ওয়েবসাইট থেকে ‘Primary Selection Letter’ এবং ‘প্রদত্ত নির্দেশিকার’ প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের যেকোন শাখা/মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: ১৩ জুন ২০২৪ থেকে ৯ জুলাই ২০২৪

চূড়ান্ত ফলাফল প্রকাশ: ওয়েবসাইট (app.dutchbanglabank.com/DBBLScholarship) -এর মাধ্যমে ফলাফল জানানো হবে।

শিক্ষাবৃত্তি ২০২৪ সার্কুলার

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ মোবাইল দিয়ে – SSC Board Challenge 2024

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ সার্কুলার এইচএসসি
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪
ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ ফলাফল
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদন ফরম
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ স্নাতক
ডাচ বাংলা ব্যাংক নিয়োগ ২০২৪
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ সার্কুলার এসএসসি

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *