বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালনায় অভিষেক করতে যাচ্ছেন ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ নিয়ে। বহু প্রতীক্ষিত এই সিরিজের প্রথম ঝলক প্রকাশের আগে শাহরুখ নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অফিশিয়াল পোস্টার।
প্রথম পোস্টার প্রকাশ করলেন শাহরুখ খান
বুধবার (২০ আগস্ট) শাহরুখ খান ইনস্টাগ্রামে শেয়ার করেন সিরিজটির প্রথম পোস্টার। ক্লাসিক বলিউড স্টাইলে তৈরি পোস্টারে দেখা যায় অভিনেতা লক্ষ্যের রেড কার্পেটে আত্মবিশ্বাসী ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকার দৃশ্য। পোস্টারে আরও আছেন ববি দেওল, সাহের বাম্বা, মনোজ পাহওয়া, মোনা সিং, রাঘব জুয়ালসহ একঝাঁক তারকা।
পোস্টার শেয়ার করে শাহরুখ লিখেছেন,
“পর্দা নামার অপেক্ষা করছ? এই শো পর্দা ফাড়তে আসছে! আজই আসছে ‘The Ba***ds Of Bollywood’ Preview।”
তারকাদের উচ্ছ্বাস
পোস্টার প্রকাশের পরই বলিউডে ছড়ায় উচ্ছ্বাস। ফারাহ খান কমেন্ট করেন, “Can’t waitttttt🔥🔥🔥”। চাঙ্কি পাণ্ডে ভালোবাসার ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ভক্তরাও সামাজিক মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “দ্রুত রিলিজ করুন প্লিজ”, আবার কেউ লিখেছেন, “প্রিভিউ দেখার জন্য আর অপেক্ষা হচ্ছে না।”
আরো পড়ুন:
কুলি বনাম ওয়ার ২: বক্স অফিসে এগিয়ে রজনীকান্তের ‘কুলি’, ২০ কোটির বেশি পিছিয়ে ‘ওয়ার ২’
পরিচালক হিসেবে নতুন পথে আরিয়ান
অভিনয়ের পথে না গিয়ে আরিয়ান খান বেছে নিয়েছেন পরিচালনা। এক বছরেরও বেশি সময় ধরে তিনি গড়ে তুলেছেন এই প্রজেক্ট। সিরিজটির সহ-লেখক ও সহ-স্রষ্টা হিসেবে আছেন বিলাল সিদ্দিকী ও মানব চৌহান। শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজনা করছে সিরিজটি।
‘দ্য ব্যাডস অব বলিউড’ গল্প বলছে স্বপ্নপূরণে ব্যস্ত সংগ্রামী তরুণ-তরুণীদের জীবন, যারা বলিউডে জায়গা করে নিতে মরিয়া। ববি দেওল, লক্ষ্য, সাহের বাম্বা, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, আন্যা সিং, বিজয়ন্ত কোহলি ও গৌতামী কাপুর রয়েছেন এর মূল কাস্টে।
বিশেষ ক্যামিওতে তারকারা
আরও বড় চমক হিসেবে থাকছে তারকাদের ক্যামিও। নিশ্চিত করা হয়েছে, শাহরুখ খান ও করণ জোহরকে বিশেষ উপস্থিতিতে দেখা যাবে। পাশাপাশি শোনা যাচ্ছে, রণবীর কাপুর, সালমান খান ও রণভীর সিংও অতিথি চরিত্রে অভিনয় করবেন।
প্রথম টিজারটি ১৭ আগস্ট মুক্তি পেয়েছিল, যা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এখন অপেক্ষা কেবল পুরো প্রিভিউ প্রকাশের।