বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও রাজপথে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে তারা মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ মোড়ে পৌঁছে অবরোধ কর্মসূচি শুরু করেন। মুহূর্তেই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানান, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের তিন দফা দাবি

শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ থেকে জানানো হয়, তাদের মূল দাবি তিনটি—
১. ৯ম গ্রেড নিয়োগে একক মানদণ্ড
সহকারী প্রকৌশলী বা সমমানের ৯ম গ্রেড পদে প্রবেশের ক্ষেত্রে সবাইকে সমানভাবে নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যতা প্রমাণ করতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কোটার মাধ্যমে বা নতুন পদবি সৃষ্টির মাধ্যমে কোনো প্রকার পদোন্নতি দেওয়া যাবে না।
২. ১০ম গ্রেড নিয়োগ উন্মুক্ত করা
উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের ১০ম গ্রেড পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী— উভয়ের জন্য উন্মুক্ত রাখতে হবে।
আরো পড়ুন:
১৭১১ জন গ্রেফতার সারা দেশে পুলিশের অভিযানে
৩. অনার্স ছাড়াই ‘ইঞ্জিনিয়ার’ পদবির ব্যবহার বন্ধ
বিএসসি ডিগ্রি ব্যতীত কেউ ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার করতে পারবে না। পাশাপাশি যেসব নন-অ্যাক্রিডেট কোর্স চলছে, সেগুলোকে দ্রুত আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

আন্দোলনের প্রেক্ষাপট
এর আগে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে একই দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। অভিযোগ ছিল— ডিপ্লোমাধারীদের জন্য ৯ম গ্রেডে নিয়োগের সুযোগ তৈরি করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হচ্ছে। সেই ক্ষোভ থেকেই এবার তারা শাহবাগে অবরোধ কর্মসূচিতে নেমেছেন।
শিক্ষার্থীরা বলছেন, “আমাদের আন্দোলন কোনো স্বার্থসিদ্ধির জন্য নয়, বরং প্রকৌশল শিক্ষার মর্যাদা রক্ষার জন্য।