তিয়েনজিন (চীন): চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক উন্নতিকে ‘মানবতার প্রয়োজন’ বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের পাশাপাশি রোববার তিয়েনজিনে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক দিক তুলে ধরেন তিনি।
সীমান্তে শান্তি ও স্থিতিশীলতার প্রশংসা
বৈঠকের শুরুতেই এসসিও শীর্ষ সম্মেলনে আমন্ত্রণের জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, “কাজানে আমাদের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছিল। আমাদের সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়েছে। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে।”
ভারত-চীন সম্পর্কের উন্নতির বাস্তব প্রমাণ হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা উল্লেখ করেন মোদি। তিনি বলেন, “কৈলাস মানসরোবর যাত্রা পুনরায় শুরু হয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও শুরু হচ্ছে।”
আরো পড়ুন:
সরকারি–বেসরকারি চাকরিজীবীদের কোন আয়ে কর দিতে হবে
দুই দেশের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমাদের দুই দেশের সহযোগিতার সঙ্গে ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িত – এটি মানবতার জন্য প্রয়োজন।” তিনি আরও বলেন, “আমরা পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ট্রাম্পের শুল্ক যুদ্ধের প্রেক্ষাপটে বৈঠক
এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ভারত-চীন কূটনৈতিক সম্পর্কের উন্নতির পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নয়াদিল্লির শুল্ক বিরোধের প্রেক্ষাপটে।
আমেরিকার শুল্ক আরোপ
মুক্তি দিবসের সিদ্ধান্তের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে ভারতের বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। ট্রাম্পের মতে, নয়াদিল্লির ‘বিশ্বের সর্বোচ্চ’ শুল্কের জবাব এবং ব্রিকসে ভারতের অংশগ্রহণ ও রুশ তেল ক্রয়ের শাস্তি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তীতে ভারতের রুশ তেল ক্রয়ের কারণে ট্রাম্প আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যার ফলে মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় ৫০ শতাংশে। উল্লেখযোগ্য বিষয় হলো, রুশ তেল ক্রয়কারী অন্যতম দেশ চীনকে এই অতিরিক্ত শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এসসিও সফরের তাৎপর্য
শনিবার দুই দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদি। তিয়েনজিনে অনুষ্ঠিত শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশ নিতে এসেছেন তিনি। আগামী ১ সেপ্টেম্বর এসসিও নেতাদের মূল সভা অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক রাজনীতির বর্তমান জটিল পরিস্থিতিতে এই ভারত-চীন বৈঠক দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।



