জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরব থাকা এ অভিনেত্রী বর্তমানে অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও নিয়মিতভাবে সামাজিক ইস্যুতে মতামত জানিয়ে আসছেন। এবার তিনি নিজের ফেসবুক পোস্টে পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা জানিয়ে নেটিজেনদের কাছে পরামর্শ চেয়েছেন।
শবনম ফারিয়ার পোস্ট
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারিয়া লেখেন—
“পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে দুই-তিন দিন থাকার মতো কোনো রিসোর্ট, হোটেল কিংবা স্টে হোমের মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?”
তার এ পোস্ট মুহূর্তের মধ্যেই পঞ্চগড় ও আশপাশের স্থানীয়রা নানা পরামর্শ দিতে থাকেন। অনেকেই হোটেল, রিসোর্ট এবং হোমস্টের বিস্তারিত তথ্য শেয়ার করেন।
আরো পড়ুন: আলিয়া ভাট: ফ্যাশন শুধু পোশাক নয়, এটি সৃজনশীলতার প্রকাশ
সারজিস আলমের মন্তব্য
নতুন গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চল প্রধান সংগঠক সারজিস আলমও মন্তব্যে অংশ নেন। তিনি লিখেছেন—
“তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তা ছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম।”
এই মন্তব্যটি ফারিয়ার অনুসারীদের নজর কাড়ে। অনেকেই একে ইতিবাচক অভিব্যক্তি হিসেবে গ্রহণ করেন এবং ফারিয়াকে পঞ্চগড়ে স্বাগত জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া
শবনম ফারিয়ার ভ্রমণ পরিকল্পনা ঘিরে ভক্তরা বেশ উৎসাহী। কেউ কেউ স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার পরামর্শ দিয়েছেন, আবার কেউ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ভোরের ট্রিপ সাজেস্ট করেছেন। ফারিয়ার পোস্ট ঘিরে একধরনের উচ্ছ্বাস তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।