ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জোরালো জল্পনা। রজার বিনির পদত্যাগের পর বোর্ড এমন একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারের দিকে নজর দিয়েছে, যিনি খেলার কৃতিত্ব এবং বিশ্বাসযোগ্যতার দিক থেকে সবার কাছে গ্রহণযোগ্য। এর মধ্যে শচীন টেন্ডুলকারের নাম সবচেয়ে বেশি আলোচিত।
রজার বিনির পদত্যাগ ও নতুন প্রেসিডেন্টের খোঁজ
রজার বিনি ২০২২ সালের অক্টোবর মাসে সৌরভ গাঙ্গুলির স্থলাভিষিক্ত হয়ে বিসিসিআই প্রেসিডেন্ট হন। ভারতের ঐতিহাসিক ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য বিনি, ৭০ বছর পূর্ণ হওয়ায় পুনর্নির্বাচনের সুযোগ পাননি। এর ফলে বোর্ডে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
শচীন টেন্ডুলকারের সম্ভাবনা
বিসিসিআই সূত্রে জানা গেছে, বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজেই শচীনকে বোর্ডের দায়িত্ব নিতে উৎসাহিত করছেন। বোর্ডের একাংশের ধারণা, প্রেসিডেন্ট পদে এমন একজন প্রভাবশালী ক্রিকেটারের থাকা উচিত, যিনি ভারতের মর্যাদার প্রতীক। সৌরভ গাঙ্গুলি ও রজার বিনির পর এবার এই দায়িত্বে নতুন একজন কিংবদন্তি দেখতে চাইছে বোর্ড।
আরো পড়ুন: বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তামিমকে নিয়ে এটা কি বললেন বুলবুল
চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা
যদিও শচীন টেন্ডুলকারের নাম সবচেয়ে সম্ভাব্য, তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন কি না তা এখনো স্পষ্ট নয়। বর্তমানে তিনি একাধিক বিজ্ঞাপন চুক্তিতে যুক্ত থাকায় বোর্ড সভাপতি হতে হলে সেগুলো বাতিল করতে হবে। তবে জয় শাহ ও শচীনের ঘনিষ্ঠ সম্পর্ক বোর্ডের পক্ষ থেকে আশাবাদী করছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে সেপ্টেম্বরে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুষ্ঠিত নির্বাচনের পরেই।