Wednesday, October 22, 2025
Homeলোপেজের হ্যাটট্রিকে ইতিহাস, অলিম্পিয়াকোসকে উড়িয়ে বার্সার দুর্দান্ত জয়

লোপেজের হ্যাটট্রিকে ইতিহাস, অলিম্পিয়াকোসকে উড়িয়ে বার্সার দুর্দান্ত জয়

চ্যাম্পিয়ন্স লিগে লোপেজের হ্যাটট্রিক বার্সেলোনাকে ফিরিয়ে দিল জয়ের ধারায়। আগের ম্যাচে পিএসজির বিপক্ষে হার ভুলে কাতালানরা অলিম্পিয়াকোসের বিপক্ষে গোলের বন্যায় ভাসল। ইনজুরিতে ভুগলেও ফারমিন লোপেজ চোট কাটিয়ে ফিরে রীতিমতো ইতিহাসই গড়লেন বার্সার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করা প্রথম স্প্যানিশ খেলোয়াড় তিনি।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে ন্যু ক্যাম্পে অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকা বার্সা সপ্তম মিনিটেই এগিয়ে যায় লোপেজের গোলে। ৩৯ মিনিটে আবারও গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এই স্প্যানিশ তারকা।

বিরতির পর ৫৩ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে অলিম্পিয়াকোস, তবে এর কিছুক্ষণের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তিয়াগো হেজে। সুযোগটা কাজে লাগিয়ে ৬৮ মিনিটে ইয়ামাল ও পরের মিনিটগুলোতে রাশফোর্ডের জোড়া গোলে ব্যবধান বাড়িয়ে নেয় বার্সা। ৭৬ মিনিটে লোপেজের তৃতীয় গোলটি নিশ্চিত করে তার ঐতিহাসিক হ্যাটট্রিক ও দলের ৬-১ গোলের বিশাল জয়।

পুরো ম্যাচে ৬৯ শতাংশ সময় বল দখলে রেখে ১৪টি শট নেয় বার্সেলোনা, যার মধ্যে ৯টি লক্ষ্যে ছিল। অন্যদিকে, অলিম্পিয়াকোসের ৫টি শটের মধ্যে মাত্র দুটি লক্ষ্যভেদ করে।

আরো পড়ুন : নেতৃত্বের লড়াইয়ে বিভক্ত বিএনপি, শক্ত অবস্থানে জামায়াত

এই জয়ে তিন ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের নিচে রয়েছে অলিম্পিয়াকোস।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ