Wednesday, September 17, 2025
Homeফ্লিকের জাদুতে ৬-০ ব্যবধানে জয় - লা লিগায় ইতিহাস গড়ল বার্সেলোনা

ফ্লিকের জাদুতে ৬-০ ব্যবধানে জয় – লা লিগায় ইতিহাস গড়ল বার্সেলোনা

ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোলবন্যা বইয়ে নতুন ইতিহাস গড়েছে বার্সেলোনা। বদলি হিসেবে নেমে রাফিনিয়া ও লেভানডফস্কি করেছেন জোড়া গোল, যা লা লিগার ইতিহাসে প্রথম ঘটনা। ফেরমিন লোপেজও জোড়া গোল করে আলো ছড়িয়েছেন। ৬-০ ব্যবধানের এই জয়ে শীর্ষে থাকা রিয়ালের পিছু নিল ফ্লিকের দল। ক্যাম্প ন্যুতে ফিরতে না পারলেও ছোট ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে কাতালানদের পারফরম্যান্সে ছিল আগের মতোই আধিপত্য।

রায়ো ভায়েকানোর বিপক্ষে হোঁচট খাওয়ার পর আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল বার্সেলোনা। তবে বিরতির পর যেন আগুনে পরিণত হলো কাতালান ক্লাব। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে বার্সা উপহার দিল গোলবন্যা—৬-০ ব্যবধানের বিশাল জয়।

এই ম্যাচেই লা লিগার ইতিহাসে তৈরি হলো নতুন রেকর্ড। একই দলের দুই বদলি খেলোয়াড় এক ম্যাচে জোড়া গোল করেছেন—বার্সার হয়ে রাফিনিয়া ও রবার্ট লেভানডফস্কি। লিগে এর আগে এমন দৃশ্য দেখা যায়নি।

প্রথমার্ধে আধিপত্য বিস্তার করলেও গোল খুঁজে পাচ্ছিল না বার্সা। ২৯ মিনিটে ফেরান তোরেসের অ্যাসিস্ট থেকে ফেরমিন লোপেজ গোল করে এগিয়ে দেন দলকে। বিরতির পর মাঠে নামেন রাফিনিয়া। নামার পরপরই রাশফোর্ডের ক্রস থেকে গোল করেন তিনি, পরে কাছ থেকে দুর্দান্ত শটে করেন নিজের দ্বিতীয় গোল। লোপেজও শট নিয়ে দ্বিতীয়বার বল জালে পাঠান।

আরো পড়ুন: ২৪ ঘণ্টায় ১৫ লাখ আবেদন! ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিটে উন্মাদনা

শেষ মুহূর্তে নামেন অভিজ্ঞ স্ট্রাইকার লেভানডফস্কি। নামার পরেই দানি ওলমোর পাস থেকে গোল করেন। ম্যাচের ৮৬ মিনিটে মার্ক বের্নালের সহায়তায় আবারও জাল খুঁজে নেন তিনি। ফলে জয় পায় বার্সা ৬-০ গোলে।

এই জয়ের ফলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ১০। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১২। তবে ফ্লিকের দল যেভাবে ফর্মে ফিরেছে, শিরোপা দৌড়ে লড়াইটা হবে জমজমাট।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ