বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান বলেছেন, লাল রঙের শার্ট পরা একজন ব্যক্তি নুরুল হক নুরকে আঘাত করেছে। তাকে শনাক্ত ও আটক করলে অনেক তথ্য পাওয়া সম্ভব হবে।
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, “ফটো ও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে-গাঢ় লাল শার্ট পরা একজন ব্যক্তি নুরুল হক নুরকে নির্দয়ভাবে আঘাত করছে। কে সেই বেপরোয়া হামলাকারী? তার পরিচয় বের করে ধরতে পারলে অনেক কিছু জানা যাবে।”
মারুফ কামাল আরও বলেন, “জানা যাবে কারা পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত ও নিয়ন্ত্রণহীন করতে চাইছে। তাদের উদ্দেশ্য কী?” তিনি নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে তার দ্রুত সুস্থতা কামনাও করেছেন।
হামলার পেছনের ঘটনা
শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার পর গণঅধিকার পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়। এ সময় দলের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পরে তারা আল রাজী টাওয়ারের সামনে চলে আসে, যেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরসহ দলের শীর্ষ নেতারা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে।
আরো পড়ুন: ‘এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ’, ভিপি নুরকে নিয়ে পোস্ট করলেন শাহরিয়ার নাজিম জয়
এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় বেশ কয়েকজন সাংবাদিকসহ মানুষ আহত হন।