লাওতারো রিভেরো একসময় ফুটপাতের পাশে দাঁড়িয়ে বিস্কুট বিক্রি করতেন, আজ সেই রিভেরোকেই আর্জেন্টিনার জাতীয় দলে ডেকেছেন কোচ লিওনেল স্কালোনি। মাত্র ২১ বছর বয়সে জীবনের লড়াই, দারিদ্র্য আর সংগ্রাম পেরিয়ে তিনি হয়ে উঠেছেন রিভার প্লেটের রক্ষণের ভরসা। এবার লিওনেল মেসির পাশে দাঁড়িয়ে জাতীয় জার্সি গায়ে মাঠে নামবেন এই তরুণ সেন্টারব্যাক। তাঁর জীবনের এই রূপকথার গল্প ছুঁয়ে গেছে লাখো ফুটবলপ্রেমীর হৃদয়।
আরো পড়ুন:ক্যাপ্টেন মুশফিকুর রহিম মাঠে নামার আগে অনুশীলনে মনোযোগী।