সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষুব্ধ মানুষ থানা ঘেরাও করে মিছিল করে স্লোগান দেন— “একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”।
সম্প্রতি ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠন মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকের উদ্দেশ্য ছিল দেশের বর্তমান পরিস্থিতি কীভাবে উন্নত করা যায় তা নিয়ে আলোচনা।
আরো পড়ুন:
জিয়ার কবর ভুয়া দাবি, আ.লীগ মহিলা কর্মীকে মারধর এলাকাবাসী
তবে বৈঠক চলাকালে কিছু লোক একে আওয়ামী লীগের গোপন বৈঠক বলে অভিযোগ তোলে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উপস্থিতদের সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করে পুলিশ।
লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের খবরে তাঁর সমর্থক ও মুক্তিযুদ্ধপন্থী নাগরিকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তাঁরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং দ্রুত তাঁর জামিন নিশ্চিত করার দাবি জানান।
স্থানীয় বাসিন্দারা বলেন, মুক্তিযোদ্ধা নেতাদের সঙ্গে এমন আচরণ অন্যায় ও অগ্রহণযোগ্য। তাঁরা লতিফ সিদ্দিকীর মুক্তি ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।