সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারে আবারও বাজিমাত করতে এসেছে Itel Zeno 20। মাত্র ₹৫,৯৯৯ (প্রায় ৭০ ডলার) দামে লঞ্চ হওয়া এই ফোনটিতে থাকছে বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং আকর্ষণীয় কিছু অতিরিক্ত ফিচার। কম বাজেটের মধ্যেই স্মার্টফোন ব্যবহারকারীদের সব চাহিদা মেটাতে সক্ষম বলেই দাবি করছে কোম্পানি।
চীনা স্মার্টফোন ব্র্যান্ড Itel ভারতে ঘোষণা করেছে তাদের নতুন বাজেট ফোন Itel Zeno 20। এটি হলো চলতি বছরের শুরুর দিকে আসা Zeno 10-এর উত্তরসূরি। সবচেয়ে বড় আকর্ষণ এর দাম মাত্র ₹৫,৯৯৯!
ফোনটিতে রয়েছে একটি ৬.৬-ইঞ্চি IPS LCD ডিসপ্লে, যেখানে রয়েছে HD+ রেজোলিউশন এবং সর্বোচ্চ ৯০Hz রিফ্রেশ রেট সাপোর্ট। ফলে ব্যবহারকারীরা কম দামে পাবেন স্মুথ স্ক্রলিং এবং ভালো ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Unisoc Tiger T7100 চিপসেট। এর সঙ্গে থাকছে ৩GB বা ৪GB RAM এবং ৬৪GB বা ১২৮GB স্টোরেজ। চাইলে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়ানোও যাবে।
ক্যামেরা সেকশনে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যদিও ক্যামেরা সেটআপটা সাধারণ, তবে দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট।
ব্যাটারির ক্ষেত্রে ফোনটিতে আছে ৫,০০০mAh সেল, যা দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চয়তা দেবে। সফটওয়্যার হিসেবে থাকছে Android 14 Go Edition, যা বাজেট ডিভাইসের জন্য বিশেষভাবে অপ্টিমাইজড।
অতিরিক্ত ফিচারের মধ্যে রয়েছে IP54 রেটিং (পানি ও ধুলাবালি প্রতিরোধক) Aivana 2.0 ভয়েস অ্যাসিস্ট্যান্ট (হিন্দি সাপোর্ট সহ), DTS সাউন্ড এনহান্সমেন্টস এবং একবারের জন্য ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট।
ফোনটি পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় রঙে-Starlit Black, Space Titanium এবং Aurora Blue। যা বাজেট ব্যবহারকারীদের জন্য বেশ প্রিমিয়াম লুক এনে দেবে।
Itel Zeno 20 এক্সক্লুসিভলি পাওয়া যাবে Amazon India-তে। এর ৩GB/৬৪GB ভ্যারিয়েন্টের দাম ₹৫,৯৯৯ (আর্লি বার্ড প্রাইস) এরপর হবে ₹৬,২৪৯। অন্যদিকে, ৪GB/১২৮GB ভ্যারিয়েন্টের দাম ₹৬,৮৯৯ (পরবর্তীতে ₹৭,১৯৯)। ফোনটির শিপমেন্ট শুরু হবে আগস্ট ২৫ থেকে।