Friday, October 10, 2025
Homeরোহিত শর্মা নেতৃত্ব হারানোর কারণ জানালেন সৌরভ গাঙ্গুলী

রোহিত শর্মা নেতৃত্ব হারানোর কারণ জানালেন সৌরভ গাঙ্গুলী

ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার অধ্যায় আপাতত শেষ। নতুন দায়িত্ব পেয়েছেন ওপেনার শুবমান গিল। শুক্রবার (১০ অক্টোবর) কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই পরিবর্তন নিয়ে মুখ খোলেন ভারতের সাবেক ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী।

তিনি বলেন আমি জানি না রোহিতকে সরানো হয়েছে, নাকি পারস্পরিক আলোচনায় এমনটা হয়েছে। তবে রোহিত অসাধারণ অধিনায়ক। তাঁর নেতৃত্বে ভারত টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। তাই পারফরম্যান্স নিয়ে কোনো সন্দেহ নেই।

সৌরভের মতে, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মার বয়স হবে ৪০ বছর। সেটিই নির্বাচকদের সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।খেলাধুলায় ৪০ বছর অনেক বড় বয়স। রোহিত দীর্ঘদিন ভারতের হয়ে খেলেছে, কিন্তু তখন শারীরিকভাবে কতটা প্রস্তুত থাকবে, সেটি নিশ্চিত নয় বলেন সৌরভ।

রোহিত ইতিমধ্যেই টি–টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন কেবল ওয়ানডেতে দেখা যায় তাঁকে। সৌরভ বলেন রোহিত টি–টোয়েন্টি খেলবে না, ২০২৬ সালের বিশ্বকাপেও থাকবে না। তাই বোর্ড হয়তো ভবিষ্যৎ পরিকল্পনার দিকেই তাকাচ্ছে।

আরো পড়ুন : বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড নারী দল: রাবেয়ার ঘূর্ণিতে কিউইদের বিপদে শুরু —

এমনটা সবারই হয়-নিজের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজলেন সৌরভ

রোহিতের বর্তমান পরিস্থিতির সঙ্গে নিজের অভিজ্ঞতার মিল টেনেছেন সৌরভ। তিনি বলেন আমিও ৩৭ বছর বয়সে ওয়ানডে ছাড়তে বাধ্য হয়েছিলাম। রাহুল দ্রাবিড়ও একই পথ অনুসরণ করেছে। আমরা সবাই ১০–১১ হাজারের বেশি রান করেছিলাম। বয়স বাড়লে এমন সিদ্ধান্ত সবাইকেই একসময় মেনে নিতে হয়।

ভারতীয় ক্রিকেটে প্রজন্ম পরিবর্তনের সময় চলছে। রোহিত শর্মা নেতৃত্ব হারালেও সৌরভ গাঙ্গুলীর মতো প্রবীণরা মনে করেন-এটাই স্বাভাবিক প্রক্রিয়া। অভিজ্ঞতার জায়গা নেবে নতুন রক্ত, কিন্তু রোহিতের অবদান ভারতের ক্রিকেট ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ