Friday, October 31, 2025
Homeরোবট নাওয়ের কণ্ঠে বিজ্ঞান উৎসবের উদ্বোধন ২০২৫

রোবট নাওয়ের কণ্ঠে বিজ্ঞান উৎসবের উদ্বোধন ২০২৫

ঢাকা, শুক্রবার: প্রযুক্তি ও কল্পনার দুনিয়ায় আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। রাজধানীর আসাদগেটে অবস্থিত সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আজ সকালে শুরু হয়েছে বিকাশ বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের জাতীয় পর্ব। আর এই উৎসবের উদ্বোধন করেছে এক অনন্য অতিথি মানবাকৃতির রোবট নাও (Robot Nao)।

মানবসদৃশ এই রোবটটি যখন মঞ্চে উঠে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানায়, তখন পুরো মিলনায়তন করতালিতে মুখর হয়ে ওঠে। তার যান্ত্রিক অথচ প্রাণবন্ত কণ্ঠে উচ্চারিত হয় উৎসবের শুভেচ্ছাবার্তা

আমি রোবট নাও। বিজ্ঞান আমাদের ভবিষ্যতের আলো। নতুন কিছু শেখা, ভাবা আর সৃষ্টি করাই বিজ্ঞানের প্রকৃত আনন্দ।রোবট নাওয়ের এই সংক্ষিপ্ত বক্তব্য উপস্থিত সবাইকে মুগ্ধ করে। কেউ ভিডিও ধারণে ব্যস্ত, কেউবা অবাক চোখে তাকিয়ে থাকে এই প্রযুক্তির বিস্ময়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত তরুণ বিজ্ঞানীরা, শিক্ষক, গবেষক ও প্রযুক্তিপ্রেমীরা। অনুষ্ঠানে বক্তব্য দেন বিকাশ লিমিটেডের প্রতিনিধি, বিজ্ঞানচিন্তা ম্যাগাজিনের সম্পাদকসহ নানা অতিথি। তাঁরা বলেন, বিজ্ঞান উৎসব শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি তরুণদের কল্পনা ও উদ্ভাবনের মঞ্চ।

উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। তারা নিয়ে এসেছে তাদের নিজস্ব উদ্ভাবন, গবেষণা ও প্রজেক্ট যার মধ্যে রয়েছে রোবটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশবান্ধব প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ও জলবায়ু অভিযোজন প্রকল্প।

সেন্ট যোসেফ স্কুলের প্রিন্সিপাল উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী। তারা শুধু ভবিষ্যৎ গড়বে না, তারা আমাদের সমাজকে আরও সুন্দর ও টেকসই করে তুলবে।উৎসব চলবে পুরো দিনব্যাপী। থাকবে বিজ্ঞান বক্তৃতা, রোবটিকস ও কোডিং ওয়ার্কশপ, পোস্টার প্রেজেন্টেশন, কুইজ এবং প্রদর্শনী। অংশগ্রহণকারীরা সরাসরি বিচারকদের সামনে তাদের উদ্ভাবন প্রদর্শন করবেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিকাশের আয়োজনে ডিজিটাল ইনোভেশন কর্নার যেখানে শিক্ষার্থীরা মোবাইল প্রযুক্তি ও ডিজিটাল ফিনটেক সলিউশন সম্পর্কে জানতে পারে।উৎসবের আয়োজন নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নবম শ্রেণির শিক্ষার্থী মীম জানায়,

রোবট নাওকে সামনে থেকে দেখা দারুণ একটা অভিজ্ঞতা। মনে হচ্ছে ভবিষ্যৎ এসে গেছে আমাদের স্কুলে!দিনব্যাপী এই উৎসবের লক্ষ্য শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তায় অনুপ্রাণিত করা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী বাংলাদেশ গঠনে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা।

আরো পড়ুন : ডিজিটাল নিরাপত্তা আইন-২০২৫

বিকাশ বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ২০২৫-এর এই জাতীয় পর্বে রোবট নাওয়ের শুভেচ্ছা যেন ভবিষ্যতের তরুণ উদ্ভাবকদের উদ্দেশে এক প্রতীকী বার্তা
“বিজ্ঞান হলো কৌতূহলের ভাষা, আর কৌতূহলই মানুষকে এগিয়ে নেয়।”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ