আবারও ফাইনালে হারের বেদনা ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌদি সুপার কাপের ফাইনালে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে আল আহলির কাছে হেরেছে রোনালদোর আল নাসর। ম্যাচে গোল করে সৌদি ক্লাবটির হয়ে নিজের ১০০তম গোল পূর্ণ করলেও শিরোপার স্বাদ অধরাই রইল তার কাছে।
সৌদি সুপার কাপের ফাইনালে আবারও স্বপ্নভঙ্গ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। আজ হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে আল আহলির কাছে হেরে গেছে তার দল আল নাসর। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্রয়ের পর ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টিতে।
আল নাসর ম্যাচে এগিয়ে ছিল দুইবার। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো, যা তার সৌদি ক্লাবে ১০০তম গোল। দ্বিতীয়ার্ধে ৮২ মিনিটে মার্সেলো ব্রোজোভিচ গোল করে আবারও লিড এনে দেন। কিন্তু শেষ মুহূর্তে আল আহলির রজার ইবানেজ সমতা ফেরালে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারের প্রথম তিন শটে দুই দলই গোল করে। তবে আল নাসরের আবদুল্লাহ আল-খাইবারি মিস করায় পিছিয়ে পড়ে তার দল। বিপরীতে আল আহলির গালেনো নির্ভুলভাবে শেষ শট জালে পাঠালে শিরোপা চলে যায় আল আহলির ঝুলিতে।
২০২৩ সালের জানুয়ারিতে সৌদি আরবের আল নাসরে যোগ দেন রোনালদো। তবে এতদিনে কেবল আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপই জিতেছেন তিনি, যেটি ফিফা কর্তৃক স্বীকৃত শীর্ষ পর্যায়ের টুর্নামেন্ট নয়। তাই সৌদি ফুটবলে আল নাসরের হয়ে বড় শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল আরও।
সৌদি সুপার কাপে অংশ নেয় চারটি দল-প্রো লিগ ও কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ। আল ইত্তিহাদ প্রো লিগ ও কিংস কাপ দুটোই জেতায় তৃতীয় স্থানে থাকা আল নাসর অংশ নেয়। অপরদিকে ফিফা ক্লাব বিশ্বকাপের কারণে আল হিলাল নাম প্রত্যাহার করলে আল আহলি সুযোগ পায়।
সেমিফাইনালে আল নাসর ২-১ গোলে আল ইত্তিহাদকে হারিয়ে ফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে আল আহলি ৫-১ ব্যবধানে উড়িয়ে দেয় আল-কাদসিয়াকে। ফলে দুই ঐতিহ্যবাহী ক্লাবের ফাইনাল ম্যাচ নিয়েই ছিল দর্শকদের আগ্রহ।
ফাইনালে গোল করেও হাসলেন না রোনালদো। সৌদি ক্লাবটিতে এটি তার শততম গোল হলেও নতুন কোনো শিরোপার আনন্দ উপভোগ করতে পারলেন না তিনি। সমর্থকদের আশা, আগামি মৌসুমে হয়তো শিরোপাহীন অপেক্ষার অবসান ঘটাতে পারবেন ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা।