Wednesday, September 17, 2025
Homeরেড সাগরে ক্যাবল কাটা, মাইক্রোসফট অ্যাজুরে বিঘ্ন

রেড সাগরে ক্যাবল কাটা, মাইক্রোসফট অ্যাজুরে বিঘ্ন

মাইক্রোসফট জানিয়েছে, রেড সাগরে একাধিক সাবমেরিন ক্যাবল কেটে যাওয়ার ঘটনায় তাদের অ্যাজুর (Azure) ক্লাউড প্ল্যাটফর্মে সাময়িক সমস্যা দেখা দিয়েছিল। এতে ব্যবহারকারীরা কিছুটা ধীরগতির সেবা বা লেটেন্সি সমস্যার সম্মুখীন হন।

রেড সাগরে ক্যাবল কাটা নিয়ে মাইক্রোসফটের ব্যাখ্যা

শনিবার ব্লুমবার্গকে দেওয়া এক আপডেটে মাইক্রোসফট জানায়, মধ্যপ্রাচ্য হয়ে এশিয়া বা ইউরোপমুখী ইন্টারনেট ট্রাফিক এ ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়। তবে কারা বা কেন এই ক্যাবল কেটেছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফট তাদের বিবৃতিতে বলেছে, “আন্ডারসি ফাইবার কেটে গেলে মেরামত করতে সময় লাগে। আমরা নিয়মিত নজরদারি, রাউট পুনর্বিন্যাস এবং অপ্টিমাইজেশন চালিয়ে যাচ্ছি যাতে গ্রাহকদের ওপর প্রভাব কমানো যায়।”

আরো পড়ুন: আজকের রাশিফল ৮ সেপ্টেম্বর ২০২৫: গ্রহ-নক্ষত্রের অবস্থায় আপনার দিন কেমন কাটবে

শনিবার সন্ধ্যার মধ্যে মাইক্রোসফট জানিয়েছে, তারা আর কোনো অ্যাজুর সমস্যা শনাক্ত করছে না। তবে শুধু অ্যাজুরই নয়, অন্যান্য সেবাতেও এর প্রভাব পড়ে। নেটব্লকস জানিয়েছে, রেড সাগরে ধারাবাহিক সাবমেরিন ক্যাবল বিভ্রাটের কারণে ভারত, পাকিস্তানসহ একাধিক দেশের ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এ ধরনের ক্যাবল আক্রমণের অভিযোগ আগেই অস্বীকার করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে রেড সাগরে চালানো অভিযানে কোনো ক্যাবল টার্গেট করা হয়নি।

এই ঘটনায় বিশ্বব্যাপী ইন্টারনেট অবকাঠামোর নাজুক অবস্থার বিষয়টি আবারও সামনে এসেছে। যদিও এখন মাইক্রোসফট অ্যাজুর ব্যবহারকারীরা স্বাভাবিক সেবা পাচ্ছেন, তবু রেড সাগরে ক্যাবল কাটা নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ