Tuesday, August 26, 2025
Homeরুটকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন শচীন, এতদিনে জানালেন সেই কথা

রুটকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন শচীন, এতদিনে জানালেন সেই কথা

ক্রিকেট ইতিহাসে স্যার ডন ব্র্যাডম্যানের সেই বিখ্যাত মন্তব্য সবাই জানে—শচীন টেন্ডুলকারের ব্যাটিং দেখে তিনি বলেছিলেন, “ছেলেটা অনেকটা আমার মতো খেলে।” আর সেই ছেলেই পরে হয়েছেন ক্রিকেটের সর্বকালের সেরা রানসংগ্রাহক।

রুট কি ভাঙবেন শচীনের রেকর্ড?

টেস্ট ক্রিকেটে শচীনের অমর কীর্তি ১৫ হাজার ৯২১ রান ভাঙা প্রায় অসম্ভব বলেই মনে করা হয়। কিন্তু ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট একের পর এক ইনিংসে রান করে সেই রেকর্ড ভাঙার আলোচনায় উঠে এসেছেন। বর্তমানে রুটের সংগ্রহ ১৩ হাজার ৫৪৩ রান। ধারাবাহিক পারফরম্যান্সে তিনি এখন শচীনের রেকর্ডের সবচেয়ে বড় হুমকি।

প্রথম দেখাতেই শচীনের ভবিষ্যদ্বাণী

সম্প্রতি রেডিটের ‘আস্ক মি এনিথিং’ সেশনে শচীনকে জিজ্ঞেস করা হয়, রুটকে প্রথম দেখায় কেমন লেগেছিল। উত্তরে ভারতীয় কিংবদন্তি জানান, “২০১২ সালে নাগপুর টেস্টে রুটকে প্রথম দেখি। তখন সতীর্থদের বলেছিলাম—ওই ছেলেটিই একদিন ইংল্যান্ডের ভবিষ্যৎ অধিনায়ক হবে।”

আরো পড়ুন

একা বসে দেখুন: Bhabhi Ka Bhaukal-এর উত্তেজনা আপনাকে মুগ্ধ করবে

শচীনের সেই ভবিষ্যদ্বাণী সত্যিও হয়েছে। রুট ইংল্যান্ডের দীর্ঘদিনের টেস্ট অধিনায়ক ছিলেন।

রুটের অভিষেক টেস্টে (ভারতের বিপক্ষে নাগপুরে) প্রথম ইনিংসে ৭৩ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। শচীন স্মৃতিচারণ করে বলেন, “রুট আমাকে মুগ্ধ করেছিল তার স্ট্রাইক রোটেশনের দক্ষতায়। সে বুঝতে পেরেছিল উইকেট কেমন আচরণ করছে এবং তার অনুযায়ী খেলেছিল। তখনই বুঝেছিলাম—এই ছেলেটি একদিন বড় ক্রিকেটার হবে।”

আজকের দিনে এসে শচীনের সেই মূল্যায়নই সত্যি হয়েছে। রুট কেবল ইংল্যান্ডের ইতিহাসেই নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ