Friday, October 10, 2025
Homeরিয়াদ মাহরেজের গোলেই ১২ বছর পর বিশ্বকাপে ফেরা আলজেরিয়ার, আফ্রিকায় লড়াই চলছে...

রিয়াদ মাহরেজের গোলেই ১২ বছর পর বিশ্বকাপে ফেরা আলজেরিয়ার, আফ্রিকায় লড়াই চলছে আরও ২৮ দেশের

রিয়াদ মাহরেজের আলজেরিয়া ১২ বছর পর আবারও বিশ্বকাপের মূল পর্বে ফিরল। আফ্রিকার ‘জি’ গ্রুপে সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়ে মাহরেজরা নিশ্চিত করল ২০২৬ বিশ্বকাপের টিকিট। এই জয়ে দলের হয়ে দুই গোল করেন মোহাম্মদ আমুরা, আর একটি গোল আসে মাহরেজের পা থেকে। ২০১৪ সালের পর এই প্রথম আলজেরিয়া বিশ্বকাপের মঞ্চে ফিরল, যেখানে এখন পর্যন্ত জায়গা পাকা হয়েছে ২০ দলের।

আফ্রিকা অঞ্চলে এখনো তীব্র লড়াই

আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে এখনো চলছে জমজমাট প্রতিযোগিতা। মাহরেজদের সঙ্গে এবার মহাদেশটির আরও ৯ দল সুযোগ পাবে বিশ্বকাপে ওঠার। বাকি ম্যাচগুলোতে ২৮টি দল এখনও লড়ছে কাঙ্ক্ষিত টিকিটের জন্য।

আরো পড়ুন:বাংলাদেশ সফরের জন্য চমক রেখে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

৪৮ দলের বিশ্বকাপে নতুন উত্তেজনা

২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ হতে যাচ্ছে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয়। তিন স্বাগতিকসহ এখন পর্যন্ত ২০টি দেশ নিশ্চিত করেছে তাদের জায়গা। সর্বশেষ বিশ্বকাপে যোগ দিয়েছে মোহাম্মদ সালাহর মিসর এবং মাহরেজের আলজেরিয়া।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ