ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা এখন গুজরাটের নতুন মন্ত্রিসভার সদস্য। শুক্রবার (১৭ অক্টোবর) বিজেপির এই জনপ্রিয় বিধায়ক রাজ্য সরকারের জুনিয়র মন্ত্রী হিসেবে শপথ নেন। দীর্ঘ রাজনৈতিক সমালোচনা আর ব্যক্তিগত লড়াই পেরিয়ে রাজনীতির ময়দানে এবার দৃঢ় অবস্থান নিলেন তিনি, যা নিয়ে এখন সরগরম পুরো গুজরাট।
গুজরাটের জামনগর উত্তর আসন থেকে ৫০ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন রিভাবা জাদেজা। ২০২২ সালে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই আলোচনায় আসেন তিনি। স্বামী রবীন্দ্র জাদেজার পরিবার দীর্ঘদিন কংগ্রেসপন্থি হলেও, রিভাবার বিজেপিতে যোগদান নিয়ে কম বিতর্ক হয়নি। তবে ভোটে ইভিএমের ফলেই সকল সমালোচনার জবাব দেন তিনি।
আরো পড়ুন: ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’, একদিনেই চার ইনিংসের লড়াই
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা রিভাবা রাজনীতি শুরু করার আগেই সমাজসেবায় যুক্ত ছিলেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য তাঁর উদ্যোগ প্রশংসিত হয়েছে। স্থানীয়রা আশাবাদী, মন্ত্রী হিসেবেও তিনি গুজরাটের নারী সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।