রাশিয়া ইউক্রেনের যুদ্ধে বাংলাদেশী যুবকের মৃত্যু যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ অংশ নিতে হয়েছেছিল।
বাংলাদেশের একই সাথে দুই বন্ধু যুদ্ধ করতে গিয়ে ২৯ বছর বয়সে মৃত্যুবরণ করতে হয়েছে। নোয়াখালীর আশিক কে। এছাড়া মোহান মিয়াজিকে মৃত্যু ছোঁয়ার মত পিছু নিয়েছে তার ।
আরো পড়ুন : ভোটে ভয় পায় পিআর দাবি করাদল, তাদের তৈরি করা নাটকেই যত
এছাড়া ৮ মাসের মধ্য চারবার বোমা হামলায় পড়তে হয়েছে মিয়াজিকে। এত কিছু হওয়ার পরেও এভাবেই বেঁচে রয়েছে বাংলাদেশী তরুণ মিয়াজি নিজেই।

