Saturday, October 11, 2025
Homeধরা খেলো রাশমিকা মান্দানার আঙুলের আংটি: যা বিজয় দেবারাকোন্ডার সঙ্গে বাগদানের সত্যতা...

ধরা খেলো রাশমিকা মান্দানার আঙুলের আংটি: যা বিজয় দেবারাকোন্ডার সঙ্গে বাগদানের সত্যতা প্রকাশ করে

বলিউড ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা যেন সুখে ভাসছেন এই মুহূর্তে। কয়েকদিন আগেই হায়দরাবাদে প্রাইভেট অনুষ্ঠানের মাধ্যমে অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। যদিও খবরটি নিশ্চিত করেছিল বিজয়ের টিম, তবুও দুজনের কেউই তখন পর্যন্ত সামাজিক মাধ্যমে কিছু শেয়ার করেননি। কিন্তু এবার রাশমিকা নিজেই জানিয়ে দিলেন—ভক্তদের আনন্দে ভাসিয়ে দিয়ে!

আংটি দেখিয়ে ভক্তদের চমকে দিলেন রাশমিকা

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও পোস্ট করেছেন রাশমিকা মান্দানা। সেখানে দেখা যায়, তিনি মেঝেতে বসে আছেন তাঁর প্রিয় কুকুর আওরার সঙ্গে। হাতে ফোন, আর পেছনে বাজছে তাঁর সিনেমা থম্মা-এর জনপ্রিয় গান ‘রহে না রহে হুম’। ফোনের দিকে ইশারা করতে করতেই ক্যামেরায় ধরা পড়ে তাঁর হাতে ঝলমলে বাগদানের আংটি!

আরো পড়ুন: তানজিন তিশা কলকাতার সিনেমা ফেলে বাংলাদেশে আসলেন শাকিব খানের সিনেমার জন্য

ভিডিওতে রাশমিকার হাসি, আনন্দ আর আওরার সঙ্গে মিষ্টি মুহূর্ত ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। এক পর্যায়ে তিনি কুকুরটিকে আদর করে চুমু দেন—আর সেই দৃশ্যেই স্পষ্ট দেখা যায় আংটিটি।

ভক্তদের প্রতিক্রিয়া: “অবশেষে সে নিশ্চিত করল!”

ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল সাড়া ফেলেছে। অনেকে লিখেছেন,

“অবশেষে সে নিশ্চিত করল! আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম।”

আরেক ভক্ত মন্তব্য করেন,

“রাশমিকার হাসিতেই বোঝা যায়, সে কতটা সুখী এখন!”

রাশমিকার ভালোবাসায় ভরা বার্তা

ভিডিওর ক্যাপশনে রাশমিকা লেখেন,

“এই গানটা প্রথম শুনেছিলাম শুটিংয়ের সময়। এখনো একইভাবে ভালোবাসি এই গানটাকে। আর আওরাকে দেখো—আমার সঙ্গে কীভাবে ভায়ব করছে! ভাবো তো, যদি সে জানত স্ক্রিনে মেয়েটা আমি! তাহলে তো পুরোই কনফিউজড হয়ে যেত! ইশ, যদি সে কথা বলতে পারত—অথবা গানটা গাইতে পারত!”

তাঁর এই সহজ-সরল ও মিষ্টি কথাগুলো ভক্তদের মনে আরও ভালোবাসা জাগিয়েছে।

বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা দীর্ঘদিন ধরে একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দুজনকে একসঙ্গে বহুবার দেখা গেছে, যদিও তাঁরা সম্পর্কের বিষয়ে কখনো খোলামেলা কিছু বলেননি। তবে এবার মনে হচ্ছে, তাঁদের সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে—ভালোবাসা থেকে আনুষ্ঠানিক প্রতিশ্রুতিতে।

ভক্তরা এখন কেবল একটাই জিনিসের অপেক্ষায়—বিয়ের তারিখ ঘোষণার!

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ