রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হল সংসদ নির্বাচনে ছাত্রীদের ছয়টি হলেই ভিপি, জিএস ও এজিএস পদে জয় পেয়েছেন ইসলামী ছাত্রীসংস্থার নেত্রীরা। ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে অংশ নিয়ে এই ঐতিহাসিক জয় অর্জন করেছেন তারা। এই ফলাফল রাবির ছাত্ররাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভোট গণনা শেষে এসব হলের ফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, ছাত্রীদের নেতৃত্বে ইসলামী ছাত্রীসংস্থার প্রার্থীরা এককভাবে শীর্ষ তিন পদে বিজয়ী হয়েছেন।
রাকসুর নির্বাচিত মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফছা এক প্রতিক্রিয়ায় বলেন,
“আলহামদুলিল্লাহ! ছাত্রীদের ছয়টি হলেই ছাত্রীসংস্থার প্রার্থী ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ী হয়েছেন। সবাইকে আন্তরিক অভিনন্দন। আল্লাহ সবার দায়িত্ব পালনকে সহজ করুন।”
অন্যদিকে ছাত্রদের ১১টি হলেও ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা বিপুল ভোটে জয় পান। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছে শিবিরপন্থী প্রার্থীরা, যা এবারের নির্বাচনে তাদের সুদৃঢ় প্রভাবের ইঙ্গিত দেয়।
প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।
জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৪৯৭ ভোট, যেখানে শিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।
এজিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী এস এম সালমান সাব্বির, যিনি ৬ হাজার ৯৭৫ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষাকে (৫ হাজার ৯৫১ ভোট) পরাজিত করেন।
আরো পড়ুন : ২০ শতাংশ বাড়িভাড়া দাবিতে শিক্ষক আন্দোলন: আমরণ অনশন ও কর্মবিরতি ঘোষণা
রাবির সাম্প্রতিক এই নির্বাচনী ফলাফল ক্যাম্পাস রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ছাত্রীদের মধ্যে ইসলামী ছাত্রীসংস্থার এই জয় ভবিষ্যৎ নেতৃত্বে নারীদের সক্রিয় ভূমিকার ইঙ্গিত দেয়।